TRENDING:

Purulia News: হাতে একদিন ছুটি থাকলেই হবে! ঘুরে যান ইতিহাসের গন্ধ মাখা এই অপূর্ব জায়গায়, রইল সব তথ‍্য

Last Updated:
শীত পড়তেই বেড়াতে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। কাজের চাপে হাতে সময় কম? তাহলে একদিনে ছুটিতে ঘুরে যান পুরুলিয়ার এই জায়গায়!
advertisement
1/6
হাতে একদিন ছুটি থাকলেই হবে! ঘুরে যান ইতিহাসের গন্ধ মাখা এই অপূর্ব জায়গায়
হাতে সময় কম , কিন্তু মনটা চাইছে প্রিয়জনের সাথে নিরিবিলিতে সময় কাটাতে‌ , চলে আসুন পুরুলিয়ার এই জায়গায়।
advertisement
2/6
শীতে একদিনের ছুটিতে বেড়ানোর সেরা ঠিকানা পুরুলিয়ার গড় পঞ্চকোট। রাজ পরিবারের স্মৃতি বিজড়িত গড় পঞ্চকোট।
advertisement
3/6
এখানে পর্যটকদের জন্য সরকারি ও বেসরকারি পর্যটক আবাস , অতিথি আবাস, কটেজ, রিসোর্ট রয়েছে।
advertisement
4/6
জয়চন্ডী পাহাড় স্টেশন অথবা আদ্রা স্টেশন থেকে অটোতে করে প্রথমে যেতে হবে রঘুনাথপুর। এরপর রঘুনাথপুর থেকে ফের অটোয় করে যাওয়া যেতে পারে গড় পঞ্চকোট। এছাড়াও রয়েছে ভাড়ার রিজার্ভ গাড়ির ব্যবস্থা।
advertisement
5/6
গড় পঞ্চকোট বেড়াতে এলে পেট পুজোরও দুর্দান্ত ব্যবস্থা রয়েছে। গড় পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দিরের সামনে রয়েছে একাধিক দোকান। সেখানে চাইলেই পেয়ে যাবেন দেশি মুরগি, হাঁস সহ নানান খাবার।
advertisement
6/6
তাহলে আর কি ভাবছেন একদিনের ছুটিতে প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে ঘুরে যান লাল মাটির জেলা পুরুলিয়ার গড় পঞ্চকোটে।
বাংলা খবর/ছবি/পুরুলিয়া/
Purulia News: হাতে একদিন ছুটি থাকলেই হবে! ঘুরে যান ইতিহাসের গন্ধ মাখা এই অপূর্ব জায়গায়, রইল সব তথ‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল