World's Highest Railway Station: সবই কী বিদেশে নাকি! পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোথায় জানেন, শীতে সেখানে জমিয়ে বসে চা -কফির আড্ডা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
World's highest Railway Station: শীতের মরশুমে পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশনে বসে জমাডি আড্ডা!
advertisement
1/5

দার্জিলিং: ডিসেম্বরের শুরুতেই জমজমাট দার্জিলিং। পাহাড়ের রানী দার্জিলিং মানে পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা তাইতো ছুটির দিনে বাঁ হাতে একটু সময় পেলেই গন্তব্য চারিদিকে সবুজে ঘেরা পাহাড় জঙ্গল নদীর অপরূপ সৌন্দর্যে ভরপুর উত্তরবঙ্গের মনমুগ্ধ করা শৈল শহর দার্জিলিং। দার্জিলিং মানেই সবুজে ঘেরা চা বাগান বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘা স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন থেকে শুরু করে স্থানীয় মানুষদের হাতের তৈরি সুস্বাদু সেই মোমো।
advertisement
2/5
অনেকেরই ইচ্ছে থাকে জীবনে একবার হলেও শিলিগুড়ি থেকে টয় ট্রেনে চেপে দার্জিলিং ভ্রমণ। জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে যখন পাহাড়ের বুক চিরে ছুটে চলে টয় ট্রেন তখন সেই ট্রেনে বসে চারিদিকের পাহাড়ের দৃশ্য যেন মন মুগ্ধ করে পর্যটকদের। তবে এই জয় রাইড অনেকটা সময় সাপেক্ষ হওয়ায় অনেকের পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনা। তবে দার্জিলিং শহরে এসেও আপনি নিতে পারেন টয় ট্রেনে চেপে দার্জিলিং শহর ভ্রমণের মজা।
advertisement
3/5
দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেনের চেপে শহরের অলিগলি হয়ে বাতাসিয়া লুপ থেকে পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম সব কিছুরই আনন্দ নিতে পারবেন আপনি। আর এবার সেই ৭৪০৭ ফিট উচ্চতায় বিশ্বের দরবারে পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে চারিদিকে পাহাড়ে ঘেরা এই ঘুম স্টেশনে ছুটে আসছে পর্যটকেরা। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক পর্যটক সৃজা চক্রবর্তী জানান এখন পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি এখানে এসে খুব ভালো লাগছে। এই জায়গার সৌন্দর্যতা ভাষায় প্রকাশ করা যাবে না।
advertisement
4/5
চারিদিকে পাহাড় তো বটেই তবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিন চালিত টয়ট্রেন যেন এক বাড়তি পাওনা। দার্জিলিং শহরের তুলনায় এই স্টেশনের উচ্চতা বেশি হওয়ায় এখানে ঠান্ডাও প্রচন্ড বেশি। সেই অর্থে একদিকে ঠান্ডার আমেজ অন্যদিকে দেদারে সেলফি থেকে ফটোশুট হেরিটেজ টয় ট্রেনের সঙ্গে।
advertisement
5/5
স্টেশনে ট্রেন এসে পৌঁছতেই কুড়ি মিনিটের ব্রেক চটজলদি ট্রেন থেকে নেমে ঠান্ডা আমেজে গরম ধোয়ায় মোমোর সাথে পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশনে বসে একটু আড্ডা তারপরে আবার ট্রেনে চেপে যাত্রা শুরু। এই অনুভূতিটা যেন বরাবরই মন জয় করে দেশ বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের। Input- Sujoy Ghosh
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World's Highest Railway Station: সবই কী বিদেশে নাকি! পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোথায় জানেন, শীতে সেখানে জমিয়ে বসে চা -কফির আড্ডা