TRENDING:

হাওয়াই চটিতে 'হাওয়াই' শব্দের মানে কী? ৯৯ শতাংশ মানুষ আসল কারণ জানেন না!

Last Updated:
Knowledge story: হাওয়াই চটিতে হাওয়াই নাম কেন? কারণ জানেন না অনেকেই।
advertisement
1/7
হাওয়াই চটিতে 'হাওয়াই' শব্দের মানে কী? ৯৯ শতাংশ মানুষ আসল কারণ জানেন না!
হাওয়াই চটি। আচ্ছা, কখনও ভেবে দেখেছেন, কেন বলা হয় হাওয়াই চটি?
advertisement
2/7
কোথাও বলা হয় হাওয়াই চটি, কোথাও আবার হাওয়াই চপ্পল। একেক জায়গায় একেক নাম।
advertisement
3/7
শুধু চটি বা চপ্পল বললেও তো হত! কেন বলা হয় হাওয়াই চটি! অনেকেই এর আসল কারণ জানেন না।
advertisement
4/7
হাওয়াই চটি যে কোনও দেশে খুবই জনপ্রিয় একটি জিনিস। পুরুষ হোক বা মহিলা, এই জুতো ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।
advertisement
5/7
বিশেষ করে সমুদ্রের পাড়ে গেলে অনেকেই এই চটি ব্যবহার করেন। জল লাগলেও অসুবিধা নেই। খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় হাওয়াই চটি।
advertisement
6/7
বলা হয়, আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে একটি বিশেষ ধরনের গাছ পাওয়া যায়, যার নাম 'টি'। এই গাছের রাবারপ্রথমবার এই স্লিপার বা চপ্পল তৈরিতে ব্যবহার করা হয়েছিল। তাই একে 'হাওয়াই' চটি বলা হয়।এটি হাওয়াইয়ান চপ্পল নামেও পরিচিত।
advertisement
7/7
যত সময় গড়িয়েছে তত সারা বিশ্বে এই চটির জনপ্রিয়তা বেড়েছে। এখন নানা রঙ, ডিজাইনে এই চটি পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
হাওয়াই চটিতে 'হাওয়াই' শব্দের মানে কী? ৯৯ শতাংশ মানুষ আসল কারণ জানেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল