অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, বাড়িতে শিবলিঙ্গ রাখলে নেমে আসে বিপদ ! কখন এমনটা হয় ?
Last Updated:
advertisement
1/5

প্রচলিত ধারণা রয়েছে , মহাদেবকে শুধুমাত্র একটু বেলপাতা দিলেই তিনি নাকি তুষ্ট হন। কিন্তু আসলে শিব ঠাকুরকে তুষ্ট করাই সবচেয়ে কঠিন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, বাড়িতে শিবলিঙ্গ রাখলে নেমে আসে বিপদ! কখন এমনটা হয় ? Photo Source: Collected
advertisement
2/5
শিবলিঙ্গে প্রাণ-প্রতিষ্ঠা একটি জটিল প্রক্রিয়া। সব পুরোহিত সেটি সুষ্ঠভাবে করতে পারেন না। যদি কোনও ত্রুটি হয়, ঘোর বিপদ! Photo Source: Collected
advertisement
3/5
প্রাণ-প্রতিষ্ঠা ঠিকঠাক হলেও বেশ কিছু অন্য বিপদ রয়েছে। নিত্যপূজা এবং স্নান ঠিকমতো হতে হবে। না-হলে দেবতা অসন্তুষ্ট হবেন এবং গৃহস্থকে নানা সমস্যায় পড়তে হতে পারে। Photo Source: Collected
advertisement
4/5
শিবের অভিষেক করতে হয় পাঁচটি উপকরণ দিয়ে— ঘি, মধু, দই, দুধ এবং গঙ্গাজল। গঙ্গা যে অঞ্চলে নেই, সেখানে ডাবের জল বা পঞ্চনদীর জলও ব্যবহৃত হয়। বাণলিঙ্গ না রেখে বাড়িতে অন্য শিবলিঙ্গ রাখলে কিন্তু প্রতিদিন এগুলি দিয়ে অভিষেক করতে হবে, যা সকলের পক্ষে সম্ভব নয়। Photo Source: Collected
advertisement
5/5
বাড়িতে যদি অশৌচ হয়, তবে ঠাকুর ছোঁয়া যায় না। লক্ষ্মী বা শ্রীকৃষ্ণের পুজো এই সময়ে বন্ধ রাখা গেলেও বাড়িতে শিবলিঙ্গ থাকলে তা সম্ভব নয়। অভিষেক করতেই হবে। সেক্ষেত্রে অন্য কোনও পুরোহিত নিযুক্ত করতে হবে। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, বাড়িতে শিবলিঙ্গ রাখলে নেমে আসে বিপদ ! কখন এমনটা হয় ?