TRENDING:

২০২০ সালে শনি সাড়ে সাতির প্রভাব শুরু হচ্ছে কোন কোন রাশিতে? জেনে নিন

Last Updated:
এমন এক গ্রহ, যা কোনও মানুষকে নাম-যশের শীর্ষে পৌঁছে দিতে পারে, আবার ভিখিরিও বানিয়ে দিতে পারে৷
advertisement
1/7
২০২০ সালে শনি সাড়ে সাতির প্রভাব শুরু হচ্ছে কোন কোন রাশিতে? জেনে নিন
নতুন বছর আসছে৷ কেমন কাটবে? কী লেখা আছে ভাগ্যে? চিন্তা অনেকেরই৷ চাকরি, বিবাহ, অর্থ, স্বাস্থ্য, খ্যাতি-- সবই তো ভাগ্য৷ আর এই ভাগ্য বা সময় অনেকটাই নির্ভর করে শনির উপর৷ এমন এক গ্রহ, যা কোনও মানুষকে নাম-যশের শীর্ষে পৌঁছে দিতে পারে, আবার ভিখিরিও বানিয়ে দিতে পারে৷
advertisement
2/7
২০২০ সালের শুরুতেই শনির সাড়ে সাতি ভুগতে চলেছে কয়েকটি রাশি৷ জেনে নিন সেই রাশিগুলি৷ ২০২০ সালের শুরুতে ২৪ জানুয়ারি শনি ঢুকছে মকর রাশিতে৷ একই সঙ্গে কুম্ভ রাশিতে শুরু হতে চলেছে শনির সাড়ে সাতি৷ অর্থাত্‍ এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শনির প্রভাব শুরু হবে৷
advertisement
3/7
কুম্ভ রাশি ২০২০ সালের জানুয়ারিতে শনির সাড়ে সাতি শুরু হচ্ছে কুম্ভ রাশিতে৷ যার জেরে, প্রভাব পড়বে আর্থিক অবস্থায়৷ এ ছাড়া জীবনেও নানা অশান্তি, ঝঞ্ঝাট আসতে পারে৷ সময় ভালো না-ও যেতে পারে৷ তাই শান্ত ও স্থির থেকে সব সিদ্ধান্ত নেওয়াই এই রাশির পক্ষে ভালো৷
advertisement
4/7
মকর রাশি মকর রাশিতে আগে থেকেই শনির প্রভাব চলছে৷ ২০২০ সালেও শনি এই রাশিতে থাকবে৷ আগামী বছর মকর রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে পড়বে৷ দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদের সম্মুখীন হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা৷
advertisement
5/7
ধনু রাশি ধনুতেও সাড়ে সাতি আগে থেকেই চলছে৷ ২০২০ সালে শনি দ্বিতীয় ভাবে সরবে৷ এই ভাব আর্থিক ভাবে শুভ হতে পারে৷ ২০২০ সালে তাই অর্থ লাভ হতে পারে ধনু রাশির৷ তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে৷ তবে অর্থ উপার্জনের জন্য এই রাশির জাতক-জাতিকাদের আরও পরিশ্রম করতে হবে৷
advertisement
6/7
মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শনি বর্তমানে সপ্তম স্থানে৷ ২০২০ সালে অষ্টম স্থানে যাবে৷ এই ভাবকে মৃত্যু-ভাবও বলা হয়৷ এই রাশির জাতক-জাতিকাদের কাজ শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে৷ প্রচুর পরিশ্রম করেও আশাব্যঞ্জক ফল না-ও মিলতে পারে৷ খুব ভেবে-চিন্তে কাজ করতে হবে৷
advertisement
7/7
তুলা রাশি তুলা রাশিতে শনি তৃতীয় স্থানে রয়েছে৷ ২০২০ সালে শনি চতুর্থ স্থানে সরবে৷ সে ক্ষেত্রে পুরনো কোনও রোগ ফিরতে পারার সম্ভাবনা রয়েছে৷ এই সময়টায় শত্রুরাও বেশ সক্রিয় হয়ে উঠবে৷ কাজের চাপ অত্যধিক বাড়তে পারে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
২০২০ সালে শনি সাড়ে সাতির প্রভাব শুরু হচ্ছে কোন কোন রাশিতে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল