TRENDING:

Wet Human Body Part: বলুন তো, মানুষের শরীরের কোন অংশটি সবসময় ভিজে থাকে? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই

Last Updated:
Wet Human Body Part: ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়। এর ফলে মনের মধ্যে ইতিবাচক শক্তি যোগায় এবং তাদের আরও এই ধরনের ধাঁধায় জড়িত হতে চাপ দেয়।
advertisement
1/9
বলুন তো, মানুষের শরীরের কোন অংশটি সবসময় ভিজে থাকে? উত্তর জানেন না অনেকেই
ব্রেন টিজার এবং ধাঁধা আপনার মস্তিষ্কের পেশীগুলিকে অনুশীলন করার একটি দুর্দান্ত উপায়। আপনার সম্পূর্ণ মনোযোগ এবং পর্যবেক্ষণ দক্ষতা প্রয়োজন তা সমাধানে।
advertisement
2/9
অপটিক্যাল ইলিউশন হোক, ধাঁধা হোক বা ব্রেন টিজার- এগুলি নেটিজেনদেরও খুব পছন্দ হয়৷ এগুলি কেবল মজার নয়, বিনোদনমূলক এবং চ্যালেঞ্জিংও।
advertisement
3/9
সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকেরই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
advertisement
4/9
এটি এমন অভ্যাস যাদের রয়েছে তাদের কাছে ধাঁধার তালিকা মানেই বুদ্ধির গোড়ায় শান দেওয়ার সুযোগ। তার কারণ, অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়।
advertisement
5/9
একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়। এর ফলে মনের মধ্যে ইতিবাচক শক্তি যোগায় এবং তাদের আরও এই ধরনের ধাঁধায় জড়িত হতে চাপ দেয়।
advertisement
6/9
একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় এমন মজার মজার বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তবে আজ যে যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
7/9
এই প্রতিবেদনে তেমন একটি ট্রিকি প্রশ্ন করা হয়েছে। সকলের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, মানুষের শরীরের কোন অঙ্গটি সবসময় ভিজে থাকে? উত্তরটি কি জানেন? উত্তর হল জিভ।
advertisement
8/9
মুখ হল মানব দেহের একটি অঙ্গ যা সবসময়ে আর্দ্র থাকে। মুখের মধ্যে লালা ক্রমাগত উৎপাদিত হয়, সে কারণেই এটি ভেজা থাকে।
advertisement
9/9
তা ছাড়া খাবার চিবানো এবং গিলে ফেলার পাশাপাশি মুখের স্বাস্থ্যবিধি বজায় রাখতে সহায়তা করে। উপরন্তু মুখের আর্দ্র পরিবেশ দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। তবে জিভ ছাড়াও চোখও এমন একটি অঙ্গ, যা সবসময়ে সিক্ত থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Wet Human Body Part: বলুন তো, মানুষের শরীরের কোন অংশটি সবসময় ভিজে থাকে? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল