যুধিষ্ঠিরের কাছে প্রশ্ন 'মা কুন্তিকে যৌবনে দেখে লালসা জন্মায়নি কখনও ?' অত্যন্ত তাৎপর্যপূর্ণ উত্তর ধর্মরাজের
Last Updated:
advertisement
1/6

যুধিষ্ঠিরকে বলা হয় ধর্মরাজ ৷ তিনি হস্তিনাপুরের রাজা পাণ্ডু ও কুন্তির বড় ছেলে ছিলেন ৷
advertisement
2/6
তবে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ে একটি অর্ধসত্য কথা বলেছিলেন ৷
advertisement
3/6
অশ্বথামা নামে একটি হাতি মারা যাওয়াতে তিনি বলেছিলেন অশ্বথামা হত অনেক জোরে বলেছিলেন আর ইতি গজ খুব আস্তে যাতে কেউ না শুনতে পায় ৷
advertisement
4/6
তারপরে স্বর্গের পথে যুধিষ্ঠির যখন যাচ্ছিলেন তাঁর সঙ্গ একটি কুকুর ছিল ৷ তা দেখে ইন্দ্র বলেছিলেন যার কুকুর থাকে সে স্বর্গে যেতে পারেনা ৷ শুনে যুধিষ্ঠির বলেছিলেন তিনি নিজের সুখের জন্য ত্যাগ করতে পারবেন না ৷ আর সেখানেই তিনি মহান ধর্মরাজ ৷
advertisement
5/6
এছাড়াও একবার স্বর্গের রাস্তায় যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হয়েছিল ৷ তাঁর মা অর্থাৎ কুন্তি আর তাঁর বয়সের বিশেষ বড় ফারাক নেই তাই যৌবনে মাকে দেখে কোনও কুচিন্তা আসেনি মনে ?
advertisement
6/6
উত্তরে যুধিষ্ঠির জানিয়েছিলেন মাকে দেখে কুচিন্তা মনে আসেনি বললে মিথ্যা কথা বলা হবে ৷ তবে কুচিন্তা এলেই তা শিক্ষার মোড়ক দিয়ে ঢেকে রেখেছি ৷ এর থেকেই আরও একবার প্রমাণিত হয়েছিল তিনি সত্যিই ধর্মরাজ ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
যুধিষ্ঠিরের কাছে প্রশ্ন 'মা কুন্তিকে যৌবনে দেখে লালসা জন্মায়নি কখনও ?' অত্যন্ত তাৎপর্যপূর্ণ উত্তর ধর্মরাজের