TRENDING:

Nude Sea Beaches in India: ভারতেই রয়েছে এমন সমুদ্র সৈকত যেখানে উপভোগ করতে পারবেন নগ্নতা! রইল সন্ধান

Last Updated:
Offbeat Sea Beaches: কেরল, ঈশ্বরের নিজের দেশেও রয়েছে এমনই বিচ যেখানে মানুষ নগ্ন হয়ে ঘোরেন।
advertisement
1/6
ভারতেই রয়েছে এমন সমুদ্র সৈকত যেখানে উপভোগ করতে পারবেন নগ্নতা! রইল সন্ধান
ভারতীয় আইনে সর্বজনীন স্থানে নগ্নতার অনুমতি নেই ঠিকই কিন্তু এই দেশ জুড়েই এমন কিছু নির্জন স্থান রয়েছে যেখানে কেউই লজ্জা না পেয়ে বা কোনও বিধি নিষেধ ছাড়াই পোশাকহীন হয়ে ঘুরতে পারেন! নগ্ন সৈকত দেখার ইচ্ছে হলে আর বিদেশে পাড়ি দিতে হবে না। বাড়ির কাছাকাছিই এমন বেশ কিছু সৈকত রয়েছে যেখানে গোপনীয়তা এবং বিচ্ছিন্নতার স্বাদ পেতে পারেন আপনি। নগ্ন হয়ে স্নান করতে পারেন, ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থাকতে পারেন বালিতে।
advertisement
2/6
আগত্তি দ্বীপ সৈকত, লক্ষদ্বীপ টপলেস সমুদ্র সৈকত নামেও জনপ্রিয় এই দ্বীপের বিশেষত্ব হল নারকেল এবং পাম গাছ, প্রবাল প্রাচীর এবং সাদা বালি। প্রকৃতির মাঝে যারা গোপনীয়তা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটি আদর্শ। প্রচুর সংখ্যক ন্যুডিস্ট পাবেন এখানে। তবে, সবাই এই সৈকতে যেতে পারেন না; বিশেষ অনুমতি নিতে হয়।
advertisement
3/6
ওম বিচ, কর্ণাটক দু’টি মিষ্টি জলের ঝর্ণা রয়েছে এই সৈকতে। ওম চিহ্নের মতো দেখতে বলেই এই সৈকতটির নাম এমন। অত্যাশ্চর্য এই সৈকত অনেক পর্যটকদের আকর্ষণ করে যারা নগ্ন হয়ে সমুদ্রস্নান করতে চান।
advertisement
4/6
মারারি বিচ, কেরল কেরল, ঈশ্বরের নিজের দেশেও রয়েছে এমনই বিচ যেখানে মানুষ নগ্ন হয়ে ঘোরেন। এই নির্জন সৈকতের সৌন্দর্যে পোশাকের বাহুল্যটুকুও শিথিল করে দিতে ইচ্ছে হয়। পরিষ্কার জলে সূর্যস্নান এবং কিছু অ্যাডভেঞ্চারের সুযোগও রয়েছে। ভিড় থেকে দূরে থাকতে হলে মারারি সমুদ্র সৈকত আদর্শ।
advertisement
5/6
প্যারাডাইস বিচ, গোকর্ণ প্যারাডাইস সৈকতকে সত্যিই স্বর্গের একখণ্ড অংশ মনে হতে পারে। এই নির্জন সৈকতটি এমনভাবে লুকিয়ে রয়েছে যে সমুদ্র সৈকতে পৌঁছনোর একমাত্র উপায় হল নৌকা। এই সমুদ্র সৈকত হিপিদের স্বর্গ, তাঁরা নিরবচ্ছিন্ন সূর্যস্নানের অভিজ্ঞতা পেতে এখানে ভিড় জমান।
advertisement
6/6
ওজরান বিচ, গোয়া গোয়া বরাবরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র। গোয়ার সমুদ্র সৈকতে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। তবুও, বেশিরভাগ মানুষই এই সৈকত সম্পর্কে জানেন না। এই নির্জন সৈকতে সহজে পৌঁছানো যায় না। হিপি এবং বিদেশিরা এই জায়গাটিকে নির্জনতার জন্যই বেছে নেন এবং নিজেদের ইচ্ছামতো সময় কাটান। ভিড় থেকে দূরে গোয়ার আমেজ উপভোগ করার জায়গা এটি। এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ। পর্যটকদের নগ্ন হয়ে যাওয়াও বাধ্যতামূলক নয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Nude Sea Beaches in India: ভারতেই রয়েছে এমন সমুদ্র সৈকত যেখানে উপভোগ করতে পারবেন নগ্নতা! রইল সন্ধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল