TRENDING:

রেখাকে ভালবাসেন, কাজলকেও...দুই স্ত্রী নিয়ে এবার সুখে সংসার পাতলেন গুজরাতের মেঘরাজ ! বাবা-ঠাকুর্দাও তা-ই করেছেন

Last Updated:
Gujarat Man Marry Two Women: গুজরাতের খানপুরের নবসারি জেলার কিছু পরিবারের রীতিই এই, দুই স্ত্রী নিয়ে বসবাস করেন পুরুষরা। জোরজবরদস্তির ব্যাপার নয়, স্ত্রীদেরও না কি সম্মতি থাকে, গোষ্ঠীর তো বটেই!
advertisement
1/5
রেখাকে ভালবাসেন, কাজলকেও, দুই স্ত্রী নিয়ে এবার সুখে সংসার পাতলেন গুজরাতের মেঘরাজ !
সবাই জানেন যে উনি পারেননি! রেখাকে ছাড়তেই হয়েছিল। তবে, গুজরাতের মেঘরাজ দেশমুখ সে পাত্রই নন! বরং, একেবারে সৎপাত্রই বলা যায় বিয়ের বাজারে। তাই তো রেখা আর কাজল, দুই স্ত্রী নিয়ে তাঁর সুখের সংসার! হ্যাঁ, নিন্দুকেরা বলতেই পারেন, যে ছেলে ছোট থেকে বাপ-ঠাকুর্দার দুই স্ত্রী দেখে বড় হয়েছে, সে এমন করবে না তো কে করবে! তবে, বিষয়টাকে এতটাও হালকা ভাবে দেখা উচিত হবে না। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন তো সাফ বলছেই- এ আদতে পারিবারিক ঐতিহ্য। সঙ্গে মনের ব্যাপারটাও আছে, ওটাও অস্বীকার করা যাবে না। (Photo: News18)
advertisement
2/5
গুজরাতের খানপুরের নবসারি জেলার কিছু পরিবারের রীতিই এই, দুই স্ত্রী নিয়ে বসবাস করেন পুরুষরা। জোরজবরদস্তির ব্যাপার নয়, স্ত্রীদেরও না কি সম্মতি থাকে, গোষ্ঠীর তো বটেই! ফলে, শনিবার মেঘরাজের বিয়েতে হাজির হয়েছিলেন গোষ্ঠীর সবাই, প্রায় ২৫০০ লোক বিয়ে খেয়েছেন খুশি মনে। ‘‘আমাদের পরিবারে দুই স্ত্রী বিয়ে করাটাই প্রথা! আমি আর আমার বাবাও তাই করেছি। সবাই মিলে এক যৌথ পরিবারে সুখে থাকি’’, সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন মেঘরাজের বাবা রাম দেশমুখ।
advertisement
3/5
মেঘরাজের বাবা রামের দুই স্ত্রী- বনিতা আর চন্দা। দুই স্ত্রী থেকে তাঁর চার সন্তান রয়েছে। তেমনই, রামের বাবা নবল দেশমুখেরও দুই স্ত্রী- সুকরি আর কামু। বলে রাখা ভাল, মেঘরাজ বিয়েটা করেছেন এত দিনে, তবে রেখা আর কাজলের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ পুরনো। কাজলের সঙ্গে ১৬ বছর আর রেখার সঙ্গে ১৩ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। কাজলের কাছ থেকে তিনি পেয়েছেন এক ছেলে আর এক মেয়ে, অন্য দিকে, রেখা তাঁকে দিয়েছেন এক ছেলে। (Photo: Collected/Social Media)
advertisement
4/5
কাজল শুধু সন্তানই নয়, দিয়েছেন মেঘরাজকে সমর্থনও। ‘‘প্রথমবার দেখা হওয়ার পর থেকেই আমাদের মধ্যে বেশ ভাব হয়ে যায়। মেঘরাজ আমাদের দুজনকেই ভাল রেখেছে", বলেছেন কাজল। আর রেখা? "মেঘরাজের জন্য ভালবাসা সব কিছুর উর্ধ্বে! কাজল আর আমি বোনের মতো থাকি, একসঙ্গে সংসার সামলাই’’, রেখার দাবি! (Representative Image)
advertisement
5/5
শুধু, সংসার নয়, মেঘরাজের দুই কোল্ড ড্রিঙ্কসের দোকানও সামলান দুই স্ত্রী সংসার থেকে সময় বের করে। প্রথমদিকে আর্থিক অনটন ছিল, এবার সংসারে লক্ষ্মীর আগমন হওয়ায় গৃহলক্ষ্মীরও হয়েছে, সেই জন্যই বিয়েটা দেরি করে হল। বলে রাখা ভাল, কাজলের সঙ্গে সম্বন্ধ স্থির করেছিল পরিবার আর পরে রেখার প্রেমে পড়েন মেঘরাজ। "রেখার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, তবে কাজলকেও আমি খুবই ভালবাসি। এই ব্যাপারটা আমি দুজনের কাছেই খোলসা করে দিয়েছিলাম। ওরাও দুই বোনের মতো একসঙ্গে থাকতে রাজি হয়", জীবন আর সম্পর্ক নিয়ে অকপট মেঘরাজ!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রেখাকে ভালবাসেন, কাজলকেও...দুই স্ত্রী নিয়ে এবার সুখে সংসার পাতলেন গুজরাতের মেঘরাজ ! বাবা-ঠাকুর্দাও তা-ই করেছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল