Snake and Mongoose: সাপে-নেউলে এত শত্রুতা কেন, জানেন? কারণ জানলে আপনিও অবাক হতে বাধ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কথায় বলে সাপে-নেউলে সম্পর্ক৷ অর্থাৎ, কেউ-ই কাউকে দুচক্ষে দেখতে পারে না৷ দুজনের মধ্যে চরম শত্রুতা বোঝানোর জন্য আমরা প্রায়ই এই উপমা ব্যবহার করে থাকি৷
advertisement
1/6

কথায় বলে সাপে-নেউলে সম্পর্ক৷ অর্থাৎ, কেউ-ই কাউকে দুচক্ষে দেখতে পারে না৷ দুজনের মধ্যে চরম শত্রুতা বোঝানোর জন্য আমরা প্রায়ই এই উপমা ব্যবহার করে থাকি৷
advertisement
2/6
সাপ এবং নেউলের লড়াইয়ে, আসলে যেতে কে? আমাদের বাড়ির আশপাশে একটু ঝোপঝাড়, গাছপালা যুক্ত অঞ্চল থাকলে সেখানে অনায়াসেই চোখে পড়তে পারে, নেউল বা বেজি৷ যাকে ভারতীয় মঙ্গুস বলা হয়। দেখা গিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে সাপ ও নেউলের লড়াইয়ে নেউলেরই জয় হয়৷
advertisement
3/6
এমনকি বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ কিং কোবরাকেও মেরে ফেলতে পারে নেউল।
advertisement
4/6
দেখা গিয়েছে, সাপ ও নেউলের লড়াইয়ে ৭৫-৮০ শতাংশ সময়েই নেউল জেতে৷ এবার, সেই প্রশ্নের উত্তরে যাওয়া যাক, সাপ এবং নেউলের মধ্যে এত শত্রুতা কেন?
advertisement
5/6
forestwildlife.org ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, নেউল এবং সাপের মধ্যে শত্রুতার মূল কারণ তাদের প্রকৃতি। সাপ ও নেউল একে অপরের ন্যাচারাল এনিমি৷ এটাই তাদের স্বাভাবিক প্রবৃত্তি যা উভয়কেই একে অপরের শত্রু করে তোলে। একাধিক প্রজাতির সাপ রয়েছে যারা নেউলের বাচ্চা শিকার করে খায়৷ মা নেউলের সামান্য অসাবধানতাতেই সাপেদের কবলে পড়ে খুদে নেউলরা। কিন্তু, দোষ শুধু একা সাপেদেরই নয়৷
advertisement
6/6
একদিকে যেমন সাপেরা বেজিদের বাচ্চাকে আক্রমণ করে, তেমনই নেউলেরও অন্যতম খাদ্য হল সাপ। তাই খুব স্বাভাবিক ভাবেই এরা একে অপরের শত্রু হতে বাধ্য৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake and Mongoose: সাপে-নেউলে এত শত্রুতা কেন, জানেন? কারণ জানলে আপনিও অবাক হতে বাধ্য