ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, একজন সহযাত্রী বারবার বেনের সিটে পা রাখছেন। যদিও বেন তাকে বেশ কয়েকবার ভদ্রভাবে অনুরোধ করেছেন যেন তিনি এটা না করেন। বেনের দাবি তবুও শোনেননি ওই ব্যক্তি। বিরক্ত হয়ে বেনকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘‘আমি তাকে কয়েকবার ভদ্রভাবে বলেছি… দয়া করে এটা করবেন না, উনি হাসলেন, আর দু’মিনিট পর আবার পা আমার চেয়ারে রাখলেন। তাই আমাকে এটা মেনে নিতে হবে… পরবর্তী কয়েক ঘণ্টা তার পা এখানেই থাকবে’’। বেনের গলায় অস্বস্তি স্পষ্ট।
advertisement
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে খুশকিতে ভরে মাথা, জানাচ্ছন পুষ্টিবিদ! রইল বাঁচার সেরা টোটকা!
ভিডিওতে ওই কম্পার্টমেন্টে এক শসা বিক্রেতাকেও দেখা যায়। বেনের দাবি শসা খেতে গিয়ে তার হাতে থুতু ফেলেছেন এক ব্যক্তি। ‘একজন লোক আমার হাতে থুতু ফেলল’, দাবি বেনের। ‘‘ উনি চিবোচ্ছিলেন… আমার দিকে তাকালেন, কিছু বললেন, আর সব আমার হাতে পড়ল। বড় একটা থুতু’’, দাবি বেনের।
বেনের ভিডিও বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ বেনকে পরামর্শ দিয়েছেন, ‘‘যদি তুমি সেকেন্ড বা ফার্স ক্লাসে টিকিট আপগ্রেড করো, তাহলে মাত্র ৫$ বেশি লাগবে,” একটি কমেন্টে লেখা হয়। “ভাই আমাদের সবচেয়ে কম (cheapest) ক্লাসে বুক করে, আর ৫-তারকা সুবিধা আশা করে।” কারও কারও বেনের প্রতি সহানুভূতিও রয়েছে।
