TRENDING:

Viral Video: ‘সহযাত্রী আমার গায়ে থুতু ফেলল’! ভারতে ট্রেন যাত্রায় অস্বস্তিকর অভিজ্ঞতা ব্রিটিশ ভ্লগারের, ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video: সম্প্রতি তাঁর একটি ভিডিও শোরগোল ফেলে দিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ভারতে ট্রেন যাত্রার সময় ‘অপ্রীতিকর’ এবং ‘অস্বস্তিকর’ ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। এমনই দাবি ভ্লগার বেনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিদেশে ঘুরতে গিয়ে ঘোরার অভিজ্ঞতা ফ্রেমবন্দি করে রাখেন বেশিরভাগজন। ঠিক তেমনই বিদেশীরাও এদেশে ঘুরতে এসে তাদের উপলব্ধি তুলে ধরেন সোশ‍্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি ইউকে থেকে ভারতে এসেছিলেন এক ভ্লগার। ভারতের সংস্কৃতি থেকে ট্রেন যাত্রা সবকিছুই ব‍্যাকপ‍্যাক বেন তুলে ধরেছিলেন তাঁর ভ্লগে। তবে সম্প্রতি তাঁর একটি ভিডিও শোরগোল ফেলে দিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ভারতে ট্রেন যাত্রার সময় ‘অপ্রীতিকর’ এবং ‘অস্বস্তিকর’ ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। এমনই দাবি ভ্লগার বেনের।
‘সহযাত্রী আমার গায়ে থুতু ফেলল’! ভারতে ট্রেন যাত্রায় অস্বস্তিকর অভিজ্ঞতা ব্রিটিশ ভ্লগারের, ভিডিও ভাইরাল
‘সহযাত্রী আমার গায়ে থুতু ফেলল’! ভারতে ট্রেন যাত্রায় অস্বস্তিকর অভিজ্ঞতা ব্রিটিশ ভ্লগারের, ভিডিও ভাইরাল
advertisement

ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, একজন সহযাত্রী বারবার বেনের সিটে পা রাখছেন। যদিও বেন তাকে বেশ কয়েকবার ভদ্রভাবে অনুরোধ করেছেন যেন তিনি এটা না করেন। বেনের দাবি তবুও শোনেননি ওই ব‍্যক্তি। বিরক্ত হয়ে বেনকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘‘আমি তাকে কয়েকবার ভদ্রভাবে বলেছি… দয়া করে এটা করবেন না, উনি হাসলেন, আর দু’মিনিট পর আবার পা আমার চেয়ারে রাখলেন। তাই আমাকে এটা মেনে নিতে হবে… পরবর্তী কয়েক ঘণ্টা তার পা এখানেই থাকবে’’। বেনের গলায় অস্বস্তি স্পষ্ট।

advertisement

আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে খুশকিতে ভরে মাথা, জানাচ্ছন পুষ্টিবিদ! রইল বাঁচার সেরা টোটকা!

ভিডিওতে ওই কম্পার্টমেন্টে এক শসা বিক্রেতাকেও দেখা যায়। বেনের দাবি শসা খেতে গিয়ে তার হাতে থুতু ফেলেছেন এক ব‍্যক্তি। ‘একজন লোক আমার হাতে থুতু ফেলল’, দাবি বেনের। ‘‘ উনি চিবোচ্ছিলেন… আমার দিকে তাকালেন, কিছু বললেন, আর সব আমার হাতে পড়ল। বড় একটা থুতু’’, দাবি বেনের।

advertisement

আরও পড়ুন: পাকিস্তান থেকে চলে আসেন, কাজ করেছেন লতা, রফিদের সঙ্গে! তাঁর নাতিই এখন বলিউডের সুপারস্টার, চিনে নিন সঙ্গীতকারকে

সেরা ভিডিও

আরও দেখুন
চুলের পিন, সেফটি পিন, জলের বোতল, ভ্যানিটি ব্যাগ...! ৬০ হাজার মেয়ের 'ঢাল' বীরভূমের কনস্টেবল
আরও দেখুন

বেনের ভিডিও বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ বেনকে পরামর্শ দিয়েছেন, ‘‘যদি তুমি সেকেন্ড বা ফার্স ক্লাসে টিকিট আপগ্রেড করো, তাহলে মাত্র ৫$ বেশি লাগবে,” একটি কমেন্টে লেখা হয়। “ভাই আমাদের সবচেয়ে কম (cheapest) ক্লাসে বুক করে, আর ৫-তারকা সুবিধা আশা করে।” কারও কারও বেনের প্রতি সহানুভূতিও রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘সহযাত্রী আমার গায়ে থুতু ফেলল’! ভারতে ট্রেন যাত্রায় অস্বস্তিকর অভিজ্ঞতা ব্রিটিশ ভ্লগারের, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল