Physcial Relation: যৌন চাহিদা-শারীরিক সম্পর্কের তুমুল নেশা! পুরুষ প্রতারকের জন্য ওষুধ! খেলে কোনও ভাবেই সঙ্গীকে ঠকাতে পারবেন না আর
- Published by:Arjun Neogi
Last Updated:
Men Physical Relation|Cheating Causes|Viral Pills|Life Style: এই ওষুধই পুরুষ সঙ্গীকে তাঁর সঙ্গীর প্রতি আরও দায়িত্ববান করে তোলে
advertisement
1/12

সম্পর্কে প্রেমের অভাব হলেই সেই সম্পরকে মনমালিন্যও চোখে পড়ে ৷ অনেক সময়েই চোখে পড়ে সঙ্গীকে ছেড়ে অন্যের সঙ্গে মনকে মানিয়ে নিতে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
বেশ কিছু সময়ে দেখতে পাওয়া যা সঙ্গীর সঙ্গে প্রতারণা করেন ৷ কেননা তাঁদের চরিত্রের মধ্যে সমস্যা সৃষ্টি হয় ৷ যা সত্যিকারেই জীবন বরবাদ করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
বৈজ্ঞানিকেরা এমন ওষুধের প্রচলন করার প্রচেষ্টা করছেন যাতে যদি কোনও পুরুষ প্রতারণার জন্য প্রচেষ্টা করে থাকেন তাঁর জন্য ওষুধ প্রয়োগ (Scientists plan to make pill to control cheating men) করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
দ্য সানের ওয়েবসাইটের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে এন্ডোক্রাইন সোসাইটি (Endocrine Society) ক্লিনিক্যাল এন্ডোক্রনোলজি মেটাবলিজম জার্নালে (Journal of Clinical Endocrinology & Metabolism) একটি দাবি করা হয়েছে এই ওষুধ পুরুষদের হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
শরীরে অক্সিটোকিন হরমোন বেশি মাত্রায় থাকে ৷ অক্সিটোকিন বা প্রেমের হরমোনও (Love Hormone) বলা হয় ৷ এটি পুরুষ মহিলাদের অভ্যন্তরে গঠানমূলক কাজ করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
এই গবেষণায় দেখা গিয়েছে যেখানে ৬৪ জন পুরুষের উপরে রিসার্চ করা হয়েছে যাঁদের হাইপার সেক্সুয়্যাল ডিসঅর্ডারের সমস্যা থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
চিকিৎসায় ৩৮ জন পুরুষের যৌন চাহিদার বৃদ্ধির যে হরমোন থাকে তাঁর লেবেল বা স্তর অত্যন্ত কম থাকে ৷ রিসার্চে বলা হয়েছে যাঁদের শরীরে অতিরিক্ত মাত্রায় থাকার কারণে অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকের কারণে সঙ্গীর সঙ্গে প্রতারণা করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
তাঁরা জানিয়েছেন অক্সিটোসিন ও সেক্স্যুয়াল হাইপার টেনশন (Sexual addiction) এর সঙ্গে সরাসরি সম্পর্ক আছে ৷ এই কারণে এই বিষয় নিয়ে কর্মরত বিজ্ঞানীরা অক্সিটোসিক করার জন্য ওষুধের কার্যকারিতা ব্যাপক ভাবে প্রভাব ফেলতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
এই ওষুধ এমন ভাবে করা যেতে পারে যা শরীরে অক্সিটোসিনের মাত্রা কম করা হয় যার ফলে পুরুষেরা নারীদের সঙ্গে প্রতারণা না করতে পারেন ৷ রিপোর্টে বলা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
পুরুষদের শরীরে এমন হাবভাব দেখতে পাওয়া যায় যা হাইপার সেক্স্যুয়াল ডিসঅর্ডার হয়ে তাঁদের ভিতরে অক্সিটোসিনের স্তরে পরিষ্কার হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
এই তথ্যের মাধ্যমে বলতে পারা যায় যে ওষুধ ছাড়াও শরীরে অক্সিটোসিনের সমতা বজায় থাকে ৷ আমেরিকার সাইকোট্রিক অ্যাসোসিয়েশনের মেন্টাল ডিসঅর্ডার মেনে নেওয়া হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
তবে এটি হাইপার সেক্স্যুয়্যাল ডিসঅর্ডার হিসাবে মেনে নেওয়া হয়না ৷ কিন্তু হাইপারসেক্স্যুয়াল ডিসঅর্ডার বিশ্ব স্বাস্থ্য সংগঠন ও আন্তর্জাতিক ক্লাসিফিকেশন ও অফ ডিজিজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Physcial Relation: যৌন চাহিদা-শারীরিক সম্পর্কের তুমুল নেশা! পুরুষ প্রতারকের জন্য ওষুধ! খেলে কোনও ভাবেই সঙ্গীকে ঠকাতে পারবেন না আর