Viral News: ভুলেও ভুলবেন না স্ত্রীর জন্মদিন, এই দেশের আইনে কঠিন শাস্তি হয় স্বামীদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral News: পৃথিবীর এমন কিছু দেশ রয়েছে যেখানে অদ্ভূত কিছু আইন রয়েছে। যা সকলকে অবাক করে। তেমনই একটি আইন হল স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর ৫ বছরের জেল হওয়া।
advertisement
1/6

পৃথিবীর এমন কিছু দেশ রয়েছে যেখানে অদ্ভূত কিছু আইন রয়েছে। যা সকলকে অবাক করে। তেমনই একটি আইন হল স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর ৫ বছরের জেল হওয়া। প্রতীকী ছবি।
advertisement
2/6
বিষয়টি শুনতে হাসির বা মজার মনে হলেও আদতে কিন্তু তা সত্যি। স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া এই দেশের আইনে বড় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। যা সকলকে অবাক করে। প্রতীকী ছবি।
advertisement
3/6
প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র সামোয়াতে এই আইন রয়েছে। সেই দেশে এই আইন যাতে পালন করা হয়, মহিলারা যাতে এর সুবিধা নেয় তার জন্য প্রচারও করা হয়। প্রতীকী ছবি।
advertisement
4/6
তবে এই আইনের কিছু নির্দিষ্টি নিয়মও রয়েছে। কোনও মহিলা যদি পুলিশে অভিযোগ করে স্বামী তার জন্মদিন ভুলে গিয়ছে, তাহলে পুলিস গিয়ে আগে বিষয়টি খতিয়ে দেখে। প্রতীকী ছবি।
advertisement
5/6
যদি পুলিস জানে পারে যে স্ত্রী জন্মদিন ভুলে যাওয়ার ভুল ওই ব্যক্তি প্রথমবার করেছেন, তাহলে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দ্বিতীয়বার একই ভুল করলেই কারাবাস। প্রতীকী ছবি।
advertisement
6/6
স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের বাঁধন মজবুত করতেই এই আইন ওই দেশের পক্ষ থেকে করা হয়েছে। আর না মানলে কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে। ফলে সামোয়ায় ভুলেও ভোলা যাবে না স্ত্রীর বার্থ ডে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral News: ভুলেও ভুলবেন না স্ত্রীর জন্মদিন, এই দেশের আইনে কঠিন শাস্তি হয় স্বামীদের