TRENDING:

Viral Nandini: দুর্দান্ত প্ল্যান 'ফাঁস' ভাইরাল নন্দিনী দিদির! রহস্য থেকে পর্দা সরিয়ে দিলেন বিরাট 'চমক'! টক্করে ছিটকে যাবেন প্রতিযোগীরা?

Last Updated:
Viral Nandini: সোশ্যাল মিডিয়া থেকে দিদি নম্বর ওয়ান সর্বত্রই তাঁর জয়জয়কার। যদিও সম্প্রতি হঠাৎ শোনা যায় এবার বন্ধ হতে চলেছে স্মার্ট দিদির ভাতের হোটেল। ডালহৌসির অফিসপাড়াতে আর শোনা যাবে না নন্দিনী দি'র রান্নার গল্প।
advertisement
1/7
দুর্দান্ত প্ল্যান 'ফাঁস' ভাইরাল নন্দিনীর! রহস্য থেকে পর্দা সরিয়ে বিরাট 'চমক'!
কলকাতার পাইস হোটেলের বাজারের নয়া সেনসেশন নন্দিনী দিদির পাইস হোটেল। সোশ্যাল মিডিয়া থেকে দিদি নম্বর ওয়ান সর্বত্রই তাঁর জয়জয়কার। যদিও সম্প্রতি হঠাৎ শোনা যায় এবার বন্ধ হতে চলেছে স্মার্ট দিদির ভাতের হোটেল। ডালহৌসির অফিসপাড়াতে আর শোনা যাবে না নন্দিনী দি'র রান্নার গল্প।
advertisement
2/7
কিন্তু সত্যিই কি তাই? যদিও প্রথম থেকেই নেটিজনদের একাংশের দাবি ছিল, এটি নেহাতই 'পাবলিসিটি স্টান্ট'। কোনও নতুন চমক নিয়ে হাজির হবেন 'দিদি'।
advertisement
3/7
এরইমধ্যে দিদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আরেক ভাইরাল দিদি। ইউটিউবারদের দৌলতে সেটাও পৌঁছে গিয়েছে নেট নাগরিকদের মুঠোফোনে। এই হোটেলের দুই বোনের পাইস হোটেলে আশি টাকাতেই মিলছে মাটন রাইস। কিন্তু এই চ্যালেঞ্জকে দশ গোল দিতে তৈরি হচ্ছে পাইস হোটেলের নন্দিনী দি।
advertisement
4/7
ঠিক কী থেকে ছড়িয়েছিল গুজব? বস্তুত দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে নন্দিনী দিদি বলেছিলেন, ‘যখনই দেখি না কেউ বাড়ছে, আমরা তাকে টেনে নামানোর চেষ্টা করি। তবে কথাতেই তো আছে রাখে হরি মারে কে। কপালে যা আছে তা তো হবেই। বলব, বলব… তোদের সবাইকে জানাব। আছে এরকম কিছু জিনিস। তোদের সব ইউটিউবারকেই ফোন করব। বসব। তোদের জন্যই তো আমি আজ এখানে।’
advertisement
5/7
দিদির এই কথা শুনে অনেকেই আশঙ্কা করেছিলেন, এবার হয়ত হোটেল বন্ধ করতে চলেছেন তিনি। এরপরেই নন্দিনী দিদির ভাতের হোটেল বন্ধ হওয়ার আশংকার খবর ছড়িয়ে পরে। মিডিয়াও পৌঁছে যায় নন্দিনীর কাছে। তবে যারা নন্দিনী দিদির জন্য চিন্তা করছেন তাদের জন্যে এবার সুখবর দিলেন দিদি।
advertisement
6/7
জানা যাচ্ছে, ডালহৌসিতে তাঁর দোকান বন্ধ হলেও তিনি নতুন শাখা নিয়ে ফিরছেন উত্তর কলকাতায়। এই বিষয়ে তিনি বলেন, ‘যা রটেছে সেরকমটা একদমই ঘটছে না। এমনিতেও এই লড়াইটা আজকের না। এটা শেষ ৩-৪ বছরের লড়াই। হুট করে বলল চলে যাও, আর চলে যাওয়া তো যায় না।’
advertisement
7/7
হোটেল বন্ধ প্রসঙ্গে নন্দিনীর জবাব, ‘আমি প্রথম থেকে বলেছি এটা আমার স্থায়ী ঠিকানা নয়। এখানে আমি ভাড়া নিয়ে কাজ করেছি। হ্যাঁ আগে হলে আমি হয়তো চাকরি জীবনে ফেরত যেতাম। এখন আর চাকরি জীবনে ফিরব না। আরেকটা কিছু শুরু করব। অবশ্য আরেকটা নয়, আরও বহু। তবে রেস্তোরাঁ নয়, পাইস হোটেলই খুলব।’ যা জানা যাচ্ছে, তা হল, উত্তর কলকাতায় এবং নিউ টাউনে, অর্থাৎ মোট দুটো শাখা আসতে চলেছে তার হোটেলের।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Nandini: দুর্দান্ত প্ল্যান 'ফাঁস' ভাইরাল নন্দিনী দিদির! রহস্য থেকে পর্দা সরিয়ে দিলেন বিরাট 'চমক'! টক্করে ছিটকে যাবেন প্রতিযোগীরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল