Viral Man: একই স্কুলের শিক্ষিকা, প্রিন্সিপাল, ছাত্রী, চার বউ নিয়ে চুটিয়ে সংসার করছেন, ছিঃ ছিঃ, দুনিয়া গেল রসাতলে, তোলপাড় সব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral News: সে কী কাণ্ড, সে কী কাণ্ড, এইরকম কেলেঙ্কারি করলে স্কুলের বাকিরা কী শিখবে, প্রশ্ন...
advertisement
1/7

: ইন্টারনেট এখন কাঁপছে, আধুনিক যুগে একটা কিছু খবর হলে তা দেশ কালের সীমা পেরিয়ে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ভাইরাল হয়ে যায়৷ এরকমই একটা খবর এখন কাঁপাচ্ছে নেটদুনিয়া৷ এক জন পুরুষ মানুষের বিয়ে এখন সকলের আলোচনার বিষয়৷ ভাবছেন বিয়ে তো সকলেই করে তো একে নিয়ে সারা বিশ্বে এত আলোচনা কেন? আসলে তিনি সম্প্রতি চতুর্থবার বিয়ে করেছেন। Photo- Representative
advertisement
2/7
তার চতুর্থ বিয়ে পোস্টটি এত ভাইরাল হওয়ার কারণ তিনি যাকে বিয়ে করেছেন তিনি যেমন চতুর্থ বউ হলেন তেমনিই তাঁর আগের তিন বউ ও বর্তমান বউ যে স্কুলে পড়েন সেই স্কুলের সঙ্গেই যুক্ত৷ অর্থাৎ তাঁর চার স্ত্রীর সবাই একই স্কুলে পড়ে। পোস্টটি 'লাইফ ইন সৌদি আরব' নামক সাইটে প্রথম প্রকাশিত হওয়ার পর থেকেই বেশ কয়েকজন নেটিজেন শেয়ার করেছেন। পোস্ট অনুযায়ী ওই ব্যক্তি সৌদি আরবের নাগরিক। Photo- Collected
advertisement
3/7
প্রকাশিত সংবাদে জানা গেছে চার স্ত্রী-র একজন মহিলা ছাত্রী, একজন সেই স্কুলেরই শিক্ষক, শিক্ষকের তত্ত্বাবধায়ক এবং একজন স্কুলের প্রিন্সিপাল, সকলেই একই স্বামীর স্ত্রী৷ পোস্টটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানারকম মুখোরচক ক্যাপশন সহ বিভিন্ন হ্যান্ডেলে শেয়ার করেছে৷ Photo- Representative
advertisement
4/7
OpIndia, পোস্টটির সত্যতা নিশ্চিত করার চেষ্টা করেছে এবং বলেছে যে এটি একটি নতুন পোস্ট নয় এবং এর আগে ২০১২ সালে এই খবর সামনে এসেছিল৷
advertisement
5/7
সৌদি আরবের ব্যক্তির চতুর্থ স্ত্রী একজন হাইস্কুলের ছাত্রী, তেমনটাই ‘লাইফ ইন সৌদি আরব’ রিপোর্ট করা হয়েছে। তাঁর আগের অন্য দুই স্ত্রী ছিলেন একজন শিক্ষিকা এবং স্কুলের প্রিন্সিপাল, আরেক স্ত্রীও একই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কাজ করতেন। Photo- Representative
advertisement
6/7
সবচেয়ে মজার বিষয় হল, চারজন মহিলাই ওই পুরুষের সঙ্গে দারুণ আনন্দ করে থাকেন৷ কেউই তাঁরা স্বামীকে নিয়ে কোনও মারামারি -কাড়াকাড়ি করেন না৷ Photo- Representative
advertisement
7/7
এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে হাস্যকর বলে মনে করেছেন, অন্যরা এটিকে নেগেটিভভাবে দেখেছেন। ভারতীয় নেটিজেনদের বেশিরভাগের বক্তব্য এই ঘটনাটি অনৈতিকতা হিসেবে দেখছেন৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Man: একই স্কুলের শিক্ষিকা, প্রিন্সিপাল, ছাত্রী, চার বউ নিয়ে চুটিয়ে সংসার করছেন, ছিঃ ছিঃ, দুনিয়া গেল রসাতলে, তোলপাড় সব