বাস্তুশাস্ত্র বলছে, রসুনেই লুকিয়ে বড়লোক হওয়ার উপায়, রোজগার বাড়বে হুহু করে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাস্তুশাস্ত্র মতে, রসুনেই লুকিয়ে রয়েছে বড়লোক হওয়ার সিক্রেট! শুধুমাত্র রসুন আপনাকে বানিয়ে ফেলতে পারে ধনী! কিন্তু কীভাবে? পড়ুন--
advertisement
1/5

হেঁশেলের খুব প্রিয় পদ রসুন! বাঙালি হোক কী উত্তর ভারতীয়, মায় চাইনিজ রান্না... রসুন ছাড়া ঠিক জুৎসুই হয় না! তবে শুধুই রান্নার স্বাদ বৃদ্ধিই নয়, রসুনের রয়েছে আরও নানা গুণ! রসুন চুল পড়া কমায়, ওজন কমায়! বাস্তুশাস্ত্র মতে, রসুনেই লুকিয়ে রয়েছে বড়লোক হওয়ার সিক্রেট! শুধুমাত্র রসুন আপনাকে বানিয়ে ফেলতে পারে ধনী! কিন্তু কীভাবে? পড়ুন--
advertisement
2/5
আপনি টাকা রোজগার করেন ঠিকই, কিন্তু কিছুতেই তা জমাতে পারেন না! যা হাতে আসে মাসের শেষে দেখেন সবই শেষ! মহা সমস্যা! কুছ পড়োয়া নেহি! দু’টি রসুনের কোয়া একটা লাল কাপড়ে বেঁধে নিজের বাড়ির যে কোনও জায়গায় পুঁতে দিন। দেখবেন, টাকা উপার্জনও যেমন কম সময়ে বেড়ে গিয়েছে, টাকা জমাতেও পারছেন।
advertisement
3/5
ব্যবসায় লাভ হচ্ছে না? লাগাতার ক্ষতির মুখে পড়ছেন? পাঁচ থেকে সাতটি রসুনের কোয়া একটি কাপড়ে বেঁধে ব্যবসার জায়গায় বা দফতরের সদর দরজার উপর ঝুলিয়ে দিন। দেখবেন, কিছুদিনের মধ্যেই ব্যবসা ফুলেফেঁপে উঠবে! আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকায় উপচে পড়বে!
advertisement
4/5
মানিব্যাগে টাকা রাখলেই নিমেষে শেষ? সব খরচ হয়ে যাচ্ছে? এক কোয়া রসুন রেখে দিন! দেখবেন, খরচ কম হবে।
advertisement
5/5
বাড়িতে যে আলমারিতে মাসের খরচের টাকা রাখেন, সেখানেও রাখুন এক কোয়া রসুন! দেখবেন, অপ্রয়োজনীয় খরচ কমে গিয়েছে, উলটে আপনি নানা খাতে টাকা উপার্জন করতে পারছেন!