আচমকা 'ইমার্জেন্সি' ব্রেক কষলেন বন্দে ভারতের 'লোকো' পাইলট...! CCTV-তে যা দেখা গেল, ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vande Bharat: গয়া জংশনের আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যে লোকো পাইলটকে জরুরি ব্রেক লাগাতে বাধ্য হতে হয়। সিসিটিভি দেখেই মুহূর্তে হকচকিয়ে যান লোকো পাইলট। ঠিক কী হয়েছিল শুনলে চমকে উঠবেন আপনারও।
advertisement
1/11

ভারতীয় রেলের জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে এখন সবচেয়ে এককথায় বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের টিকিট পাওয়ার জন্য যাত্রীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। যেমন দুর্দান্ত ফিচার, তেমনই আবার দারুণ স্পিড। এই ট্রেনের যাত্রা নিঃসন্দেহে এক অসাধারণ অভিজ্ঞতা। AI Generated Representative Image
advertisement
2/11
কিন্তু এহেন বন্দে ভারত এক্সপ্রেসেও এমন এমন ঘটনা ঘটে যায় যা দেখে আঁতকে উঠতে হয়। সম্প্রতি বিহারের গয়া জেলায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যা নাড়িয়ে দিয়েছে প্যাসেঞ্জার থেকে রেলকর্মীদের। Representative Image
advertisement
3/11
দিন কয়েক আগেই ঘটনাটি ঘটে। বারাণসী থেকে রাঁচিগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি গয়া জংশনের আগে কাষ্ঠ স্টেশনের কাছে দ্রুত গতিতে যাচ্ছিল। ঠিক তখনই আচমকা ঘটে ঘটনাটি। Representative Image
advertisement
4/11
ট্রেনটি বারাণসী থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু গয়া জংশনের আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যে লোকো পাইলটকে জরুরি ব্রেক লাগাতে বাধ্য হতে হয়। সিসিটিভি দেখেই মুহূর্তে হকচকিয়ে যান লোকো পাইলট। ঠিক কী হয়েছিল শুনলে চমকে উঠবেন আপনারও। Representative Image
advertisement
5/11
ট্রেন তখন তীব্র বেগে ছুটছে। হঠাৎ ট্রেনের ইঞ্জিনে যেন ছুটে এল একের পর এক আগুনের গোলা। নিমেষে ট্রেনের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ইঞ্জিনের সিসিটিভি ফুটেজে এক মর্মান্তিক ঘটনা প্রকাশ পায়। AI Generated Representative Image
advertisement
6/11
এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও কোনও যাত্রী সেভাবে আহত হননি। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে রেল পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। সিসিটিভিতে দেখা তিনজনকেই হেফাজতে নেওয়া হয়েছে। Representative Image
advertisement
7/11
রফিগঞ্জ রেল পুলিশ ট্রেনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে। সেখানে তিন যুবককে পাথর ছুঁড়তে দেখা যায়। ফুটেজের ভিত্তিতে, পুলিশ শেরপুর গ্রামে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করেছে। Representative Image
advertisement
8/11
হঠাৎ দেখা যায় একের পর এক পাথর ছোঁড়া হচ্ছে ট্রেন লক্ষ্য করে। এই ঘটনায় রেল পুলিশ ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে। রফিগঞ্জ রেল পুলিশ চাঁদৌতি থানা এলাকার শেরপুর গ্রামের তিন যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। Representative Image
advertisement
9/11
ধৃত যুবকদের নাম সৌরভ কুমার, মুন্না কুমার এবং বিকাশ দাস। এদের সকলের বয়স ১৮ বছরের আশপাশে এবং এরা স্থানীয় শেরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। Representative Image
advertisement
10/11
রেলসূত্রে খবর, ট্রেনের সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুটেজে ওই তিন যুবককে পাথর ছোঁড়ার দৃশ্য ধরা পড়েছে। AI Generated Representative Image
advertisement
11/11
জিজ্ঞাসাবাদের সময় যুবকরা তাদের অপরাধ স্বীকার করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে রেল আইনের ১৫৩ এবং ১৪৭ ধারায় মামলা দায়ের করেছে। সমস্ত অভিযুক্তকে স্থানীয় আদালতে হাজির করা হয়েছিল, সেখান থেকে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। AI Generated Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
আচমকা 'ইমার্জেন্সি' ব্রেক কষলেন বন্দে ভারতের 'লোকো' পাইলট...! CCTV-তে যা দেখা গেল, ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!