TRENDING:

UPSC Interview Question: স্ত্রীর শরীরের কোন অংশ স্পর্শ করতে পারেন না ভারতীয় স্বামীরা, ইউপিএসসি-র এই প্রশ্নের কি উত্তর জানেন

Last Updated:
UPSC Interview Question: ইউপিএসসি- র প্রশ্নে হঠাৎই ধেয়ে আসে সিলেবাসের বাইরের প্রশ্ন..
advertisement
1/9
স্ত্রীর শরীরের কোন অংশ স্পর্শ করতে পারেন না ভারতীয় স্বামীরা,UPSC-তে এল প্রশ্ন
: আমাদের দেশে বিয়ে, পারিবারিক ও দাম্পত্য জীবন খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে এই দাম্পত্য নিয়েও ইন্টারভিউতে নানা প্রশ্ন করা হয়৷ বিভিন্ন সরকারি পোস্টে শীর্ষাধিকারী পদাধিকারীরা সমাজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকেন। সুতরাং তাঁদের ভারতীয় মূল্যবোধ, ঐতিহ্য, প্রতিশ্রুতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তবেই তাঁরা দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। Photo- Representative
advertisement
2/9
ভারতীয় ঐতিহ্যে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহ হল স্বামী-স্ত্রীর মন ও দেহের মিলন। স্বামী-স্ত্রী দেহ, মন ও সম্পদ এক হয়৷ প্রবীণদের মতে স্বামী-স্ত্রী দুটি দেহ ও এক আত্মা। Photo- Representative
advertisement
3/9
একজন বিবাহিত মহিলা তার শরীরের উপর তার স্বামীকে পূর্ণ অধিকার দেয়। এবং এই সম্পর্ক একেবারে মন থেকে আসে৷ তবে একটি দাম্পত্যের সম্পর্কে এমন নিয়মও আছে যেখানে  সে তার স্বামীকে তাঁর শরীরের একটি অংশ স্পর্শ করতে দেয় না। Photo- Representative
advertisement
4/9
UPSC-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার ইন্টারভিউতে এমন অদ্ভুত প্রশ্ন করা হয়েছিল। এই পরীক্ষার জন্য প্রস্তুতি বই সম্ভবত কোনও উদাহরণ থাকে না৷ তাই প্রার্থীদের সময়ে সময়ে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিতে হয়। Photo- Representative
advertisement
5/9
প্রত্যুৎপন্নমতিত্ব অনুসারে সঠিক উত্তর না দিলে ইন্টারভিউতে পিছিয়ে পড়তে হয়৷  তাহলে উত্তর কি?  যিনি পরীক্ষা দিচ্ছেন তিনি কি পিছিয়ে পড়বেন৷ ইন্টারভিউয়ার কীভাবে তাঁদের উত্তর পাবেন তা নিয়ে বড় প্রশ্ন হয়৷ সাক্ষাৎকারে চমক দেওয়া হয়, এই ধরণের প্রশ্ন করে৷ Photo- Representative
advertisement
6/9
UPSC-র মতো পরীক্ষায় ক্র্যাক করা কঠিন। অনেকে প্রিলিম এবং মেইন পাস করার পরেও শেষ পর্যন্ত ইন্টারভিউতে পাস করতে পারেন না। কারণ হল সাক্ষাৎকারে করা অদ্ভুত প্রশ্নগুলি-করে আপনার উপস্থিত বুদ্ধি। আপনাকে যদি এই প্রশ্ন করা হয়, আপনি কি বলবেন? এখন সেই উত্তরটি কল্পনা করুন। Photo- Representative
advertisement
7/9
ভারতে, স্ত্রীর শরীরের যে অংশটি তার স্বামীকে স্পর্শ করতে দেওয়া হয় না তা হল তাঁর পা। কোন স্ত্রী তাঁর স্বামীকে তাঁর পা স্পর্শ করতে দেয় না। এটি তার স্বামীকে দেওয়া একটি সম্মান। তিনি চান যে তাঁর স্বামী সর্বদা তাঁর থেকে উচ্চতর৷ সেটা শুধু বয়সে না হলেও সম্মানে অন্তত ভারতীয় ট্র্যাডিশনে  তাই মানা হয়৷ Photo- Representative
advertisement
8/9
ভারতীয় সমাজের প্রেক্ষিত অনুসারে স্বামী যে পরিস্থিতিতে থাকুন না কেন কোনওভাবেই তিনি যেন তাঁর স্ত্রীয়ের পা না ধরেন৷ সেজন্য আজও কোনও অবস্থাতেই স্বামী তাঁর স্ত্রী-র পায়ের পাতা স্পর্শ করতে পারবে না। আমাদের ভারতীয় মূল্যবোধ একই রয়ে গেছে। Photo- Representative
advertisement
9/9
এই প্রশ্ন ইউপিএসসি-তে করা হওয়ার পর এই উত্তরটিই চেয়েছিলন প্রশ্নকর্তারা৷ ভারতীয় ট্র্যাডিশনের ধারা মেনে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই উত্তর দিতে হত পরীক্ষা দিতে আসা ব্যক্তিদের৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
UPSC Interview Question: স্ত্রীর শরীরের কোন অংশ স্পর্শ করতে পারেন না ভারতীয় স্বামীরা, ইউপিএসসি-র এই প্রশ্নের কি উত্তর জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল