TRENDING:

Intimate in helicopter: আকাশ থেকে তুমুল শব্দ, চলন্ত হেলিকপ্টারে উদ্দাম ঘনিষ্ঠতার অভিযোগ দুই সেনাকর্মীর বিরুদ্ধে

Last Updated:
Military intimated in Helicopter: সেনার হেলিকপ্টারে ভয়ঙ্কর ঘটনা। চলন্ত হেলিকপ্টারের ককপিটে উদ্দাম যৌনতার অভিযোগ উঠল রয়্যাল এয়ার ফোর্সের দুই সেনাকর্মীর বিরুদ্ধে।
advertisement
1/5
আকাশ থেকে আসছিল তুমুল শব্দ, কপ্টারে ঘনিষ্ঠতার অভিযোগ দুই সেনাকর্মীর বিরুদ্ধে
সেনার হেলিকপ্টারে ভয়ঙ্কর ঘটনা। চলন্ত হেলিকপ্টারের ককপিটে উদ্দাম যৌনতার অভিযোগ উঠল রয়্যাল এয়ার ফোর্সের (ব্রিটিশ সেনার) দুই সেনাকর্মীর বিরুদ্ধে। (Representative Image/Reuters)
advertisement
2/5
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরারে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটিশ বায়ুসেনার গুরুত্বপূর্ণ এপাচে হেলিকপ্টারে রুটিন মেইন্টেন্যান্সের সময়ে মদ্যপ অবস্থায় ঘনিষ্ঠতায় মত্ত হন দুই বায়ুসেনার কর্তা। প্রতীকী ছবি।
advertisement
3/5
রাতে কর্তব্যরত অবস্থায় ঘটনাটি নজরে আসে অন্য এক কর্মীর। হেলিকপ্টারটির দাম ৭৫ কোটি টাকা, শুধু তাই নয় ব্রিটিশ সেনার জন্য গুরুত্বপূর্ণ এই হেলিকপ্টার। প্রতীকী ছবি।
advertisement
4/5
হেলিকপ্টারটি যখন মাটির কিছুটা উপরে উড়ছিল, তখনই এমন শব্দ কানে আসে নীচে থাকে অন্যান্য সেনাকর্মীদের। হেলিকপ্টারটি মাটিতে নামার পরে যখন তার উপরে রেইন কভার দেওয়া হচ্ছিল তখন তাঁদের অর্ধনগ্ন অবস্থায় আবিস্কার করেন অন্যান্য সেনাকর্মীরা। প্রতীকী ছবি।
advertisement
5/5
মিলেটারি এভিয়েশন অথারিটির তরফে ঘটনার সত্যতা স্বীকার করা হয়। তাদের হেলিকপ্টারে দেখামাত্রই সেখান থেকে বেরিয়ে উর্দি পরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মিলেটারি এভিয়েশন অথারিটির একটি রিপোর্টে জানানো হয়েছে দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Intimate in helicopter: আকাশ থেকে তুমুল শব্দ, চলন্ত হেলিকপ্টারে উদ্দাম ঘনিষ্ঠতার অভিযোগ দুই সেনাকর্মীর বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল