TRENDING:

স্পিডে ছুটছিল ট্রেন, রাতের কোচে ছিলেন এক মহিলা যাত্রী, ঠিক তখনই ওঠে 'সে'...! GRP যা জানতে পারে, ভয়ানক!

Last Updated:
Train: জানালার কাচে ঝাপসা প্রতিচ্ছবি, নিভু নিভু আলোয় এক নারীমূর্তি বসে আছে এক কোচে। নিঃশব্দ যাত্রা... ঠিক তখনই দরজার কাছে একটা ছায়া! কেউ একজন ধীরে ধীরে কোচের ভেতর ঢুকছে। তার পর?
advertisement
1/8
স্পিডে ছুটছিল ট্রেন, রাতের কোচে ছিলেন এক মহিলা যাত্রী, ঠিক তখনই ওঠে 'সে'...! GRP যা দেখল
রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ছুটে চলেছে ট্রেন। জানালার কাচে ঝাপসা প্রতিচ্ছবি, নিভু নিভু আলোয় এক নারীমূর্তি বসে আছে এক কোচে। নিঃশব্দ যাত্রা... ঠিক তখনই দরজার কাছে একটা ছায়া! কেউ একজন ধীরে ধীরে কোচের ভেতর ঢুকছে। ট্রেনের চাকায় কাঁপন ধরেছে, আর তার সঙ্গে যেন জমাট বাঁধছে রহস্যও। কিছুক্ষণের মধ্যেই ঘটল এমন এক ঘটনা, যা শিউরে উঠতে বাধ্য করবে যে কাউকে!
advertisement
2/8
ভারতীয় রেলযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সারাক্ষণ কাজ করছে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)। কিন্তু এত কড়াকড়ির মধ্যেও ঘটে চলেছে ভয়ঙ্কর অপরাধ! সম্প্রতি এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে জিআরপি, যে রেলযাত্রীদের টার্গেট করত। তদন্ত চলাকালীন এমন কিছু তথ্য সামনে এসেছে, যা শুনলে শিউরে উঠবেন!
advertisement
3/8
২৩ নভেম্বর ২০২৪-এ রাতে বেলগাঁও-মনুগুরু বিশেষ ট্রেনের প্রতিবন্ধী কোচে উঠেছিলেন রামানাম্মা। কিছুক্ষণ পর সিরিয়াল কিলার রাহুলও কোনওভাবে সেই কোচে প্রবেশ করে। রামানাম্মা তাকে বগি থেকে নেমে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে রাহুল।
advertisement
4/8
এরপরই ঘটে সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড! অভিযোগ, রামানাম্মার আচরণে ক্ষুব্ধ হয়ে রাহুল গলায় তোয়ালে পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তবে এখানেই থামেনি সে।
advertisement
5/8
রামানাম্মাকে হত্যা করার পর চলন্ত ট্রেনেই বগির দরজা বন্ধ করে ২৫ হাজার টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
advertisement
6/8
খুন ও লুটপাটের পর অভিযুক্ত রাহুল যাদগির রেলস্টেশনে নেমে পড়ে এবং পরের দিন ওয়াপি রেলস্টেশনে পৌঁছায়। এখানেই জিআরপি তাকে পাকড়াও করে। জেরায় সে স্বীকার করেছে, এর আগেও চারটি হত্যাকাণ্ড ও একটি ধর্ষণের ঘটনায় জড়িত ছিল সে।
advertisement
7/8
একের পর এক খুন - ২০২৪ সালের অক্টোবর মাসে পুনে-কন্যাকুমারী ট্রেনে এক মহিলা যাত্রীকে হত্যা করে। - একই বছরে হুনসুর-ম্যাঙ্গালোর ট্রেনে এক প্রবীণ যাত্রীকে হত্যা করে। - ২০২৪ সালের অক্টোবরেই গুজরাটের উদওয়ারায় প্রথমে এক কিশোরীকে ধর্ষণ করে, তারপর তাকে খুন করে। - এছাড়াও, একই মাসে কাটিহার-হাওড়া ও বেলগাঁও-মনুগুরু ট্রেনে দুই যাত্রীকে হত্যা করেছিল সে।
advertisement
8/8
এই গ্রেফতারের ফলে রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যেও কী ভাবে এমন ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
স্পিডে ছুটছিল ট্রেন, রাতের কোচে ছিলেন এক মহিলা যাত্রী, ঠিক তখনই ওঠে 'সে'...! GRP যা জানতে পারে, ভয়ানক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল