TRENDING:

দশমীতে এই নিয়মগুলি মানুন, সৌভাগ্য উপচে পড়বে, গোটা বছর টাকার অভাব হবে না

Last Updated:
বিশ্বাস করা হয়, এদিন কয়েকটা নিয়ম পালন করলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে, অভাব-অনটন দূর হয়, সৌভাগ্যের দেখা মেলে
advertisement
1/5
দশমীতে এই নিয়মগুলি মানুন, সৌভাগ্য উপচে পড়বে, গোটা বছর টাকার অভাব হবে না
আজ বিজয়া দশমী, মন খারাপের পালা! মা চলে যাবেন, আবার বছর ভরের প্রতীক্ষা! শাস্ত্রমতে, দশমীতে মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি সঞ্চার করেন। বিশ্বাস করা হয়, এদিন কয়েকটা নিয়ম পালন করলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে, অভাব-অনটন দূর হয়, সৌভাগ্যের দেখা মেলে
advertisement
2/5
দশমীর সকালে দুর্গার চরণে সিঁদুর অর্পণ করার পর বাকি সিঁদুর চরণে ছুঁইয়ে বাড়ি নিয়ে আসুন, সারা বছর পুরুষ মহিলা নির্বিশেষে ব্যবহার করুন।
advertisement
3/5
মা দুর্গার বিসর্জনের পর একটি পাত্রে কিছুটা চন্দন, অল্প সিঁদুর, অল্প কর্পূর, একটি পান এবং অল্প গোরোচনা নিয়ে একসঙ্গে বেটে মিশ্রণ তৈরি করে নিন। তার পর ঘরের ভেতরে যে কোনও পবিত্র স্থানে সেই মিশ্রণের পাত্রটির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে সারা রাত রেখে দিন। পরের দিন সকাল থেকে পর পর সাতদিন সেই মিশ্রণটির টিকা কপালে পরুন।
advertisement
4/5
দশমী পুজো হয়ে যাওয়ার পর মা দুর্গার ঘটের কাছ থেকে একটি পদ্মফুল নিয়ে এসে হলুদ কাপড়ে মুড়ে বাড়ির দক্ষিণ-পুর্ব কোণে ঝুলিয়ে দিন।
advertisement
5/5
দশমী পুজোর অঞ্জলি দেওয়ার সময় সাদা বা নীল অপরাজিতা ফুল নিবেদন করুন
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
দশমীতে এই নিয়মগুলি মানুন, সৌভাগ্য উপচে পড়বে, গোটা বছর টাকার অভাব হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল