advertisement
1/6

এ বছর জন্মাষ্টমীর দিনে কিছু রাশির জাতক ও জাতিকার সঙ্কটের দূর হয়ে যাবে ৷ চার রাশির মানুষের উপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দুঃখ হবে দূর ৷ বাড়বে সমৃদ্ধি, জীবনে আসবে সুখ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
পূর্ণিমা নক্ষত্রে জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে থাকি ৷ এইবার ৫৪২৪ জন্ম জয়ন্তি পালন করা হয়ে থাকে ৷ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ৷ এই বছর ২ সেপ্টেম্বর রাত ৮.৪৮ এ জন্মাষ্টমী তিথি পড়বে থাকবে পরের দিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর সন্ধে ৭.২০ পর্যন্ত থাকবে ৷ এ বছর কৃষ্ণ জন্মের ঠিক কয়েকদিন পরেই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সঙ্কট দূর হয়ে যাবে ৷ দুঃখ হবে দূর বাড়বে প্রাপ্তি ৷
advertisement
3/6
জন্মাষ্টমীর দিন থেকেই ভাগ্য ফিরবে মিথুন রাশির জাতক জাতিকাদের ৷ কাটবে সমস্ত বাধা ৷ দুঃখ হবে দূর ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
এতদিনের কষ্টের অবসান জন্মাষ্টমীতেই হবে ৷ না পাওয়ার যন্ত্রণা আর ভোগ করতে হবে না ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/6
ধনু রাশির জাতক জাতিকাদের জন বড়দিন শুভ দিন এই জন্মাষ্টমী এই দিন থেকেই শুরু হবে যাবতীয় ভাল কিছু ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
মীন রাশির জাতক-জাতিকার শরীর থাকবে ভাল বিষয় আসয় সংক্রান্ত জটিলতা কেটে যাবে সব ৷ ভাল সময়ে অবশেষে আসছে ৷ ছবি সংগৃহীত ৷