Viral news: ২০০০ কেজি জঞ্জাল চুরি, বিক্রি করে কোটিপতি হলেন চোরেরা! শরীরে বিশেষ অঙ্গ ছিল ভিতরে, কী জানেন?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Viral news: বেঙ্গালুরুতে জঞ্জাল চুরি করলেন চোরেরা। সেই চুরি করা জঞ্জাল দিয়েই কোটিপতি হয়ে গেলেন চোরেরা। কী ছিল জানলে আপনারাও অবাক হবেন।
advertisement
1/6

সেই জঞ্জালের মধ্যে এমন একটি জিনিস ছিল যার দাম ২০০০ টাকা করে কেজি। সবচেয়ে মজার বিষয় হল এই পণ্যটি মানুষের শরীর থেকেই পাওয়া। চুরির জিনিস বিক্রির করেই কোটিপতি হয়ে গিয়েছেন চোরেরা।
advertisement
2/6
বেঙ্গালুরুতে জঞ্জাল চুরি করলেন চোরেরা। সেই চুরি করা জঞ্জাল দিয়েই কোটিপতি হয়ে গেলেন চোরেরা। কী ছিল জানলে আপনারাও অবাক হবেন। Image: AI (ChatGpt)
advertisement
3/6
চুরি করা বহুমূল্য ওই পণ্যের পরিমাণ ৮৩০ কেজি। এই জঞ্জাল আর কিছু নয়, মাথার চুল। এক ব্যবসায়ী চুলগুলি গুদামে মজুত করে রেখেছিলেন। এই চুল থেকেই পরচুল তৈরি হয়। প্রতীকী ছবি
advertisement
4/6
উত্তর বেঙ্গালুরু ওই চুল ব্যবসায়ী জানান, ১২ ফেব্রুয়ারি তাঁর গুদাম হেব্বাল থেকে লক্ষ্মীপুরা ক্রস-এ স্থানান্তরিত করেন। ওই ব্যবসায়ীর নাম ভেঙ্কটস্বামী। পুলিশের কাছে তাঁর অভিযোগ, গুদামে তিনি ২৭ ব্যাগে প্রায় ৮৩০ কেজি চুল রেখেছিলেন।
advertisement
5/6
২৮ ফেব্রুয়ারির মধ্যরাতে একটি মহিন্দ্রা বোলেরোতে প্রায় ছয়জন দুষ্কৃতীর একটি দল গুদামে আসে। তারা লোহার রড ব্যবহার করে গুদামের শাটার ভেঙে চুলের ব্যাগগুলি বার করে এবং সেগুলি নিয়ে পালিয়ে যায়।
advertisement
6/6
এক কোটি টাকার চুল চুরি হওয়ায় মাথায় হাত ব্যবসায়ীর। পুলিশ তদন্ত শুরু করেছে গোটা ঘটনার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral news: ২০০০ কেজি জঞ্জাল চুরি, বিক্রি করে কোটিপতি হলেন চোরেরা! শরীরে বিশেষ অঙ্গ ছিল ভিতরে, কী জানেন?