মানিব্যাগে রাখুন এই সামান্য ক’টি জিনিস, কখনও টাকার অভাব হবে না
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
চলুন জেনে নেওয়া যাক, ব্যাগে কী কী জিনিস রাখলে তা সৌভাগ্য বয়ে আনবে ।
advertisement
1/4

• মানিব্যাগ, পার্স, ওয়ালেট, বটুয়া....যাই বলুন না কেন । টাকা রাখার ব্যাগটি খালি দেখতে চান না কেউই । সকলেই নিজেদের পছন্দ, সামর্থ্য বা ফ্যাশন অনুযায়ী মানিব্যাগ ব্যবহার করেন । কিন্তু তাকে সমৃদ্ধশালী করতে সামান্য কাজগুলি অনেকেই করেন না । বেশিরভাগ মানুষই এ সম্বন্ধে অজ্ঞ । চলুন জেনে নেওয়া যাক, ব্যাগে কী কী জিনিস রাখলে তা সৌভাগ্য বয়ে আনবে ।
advertisement
2/4
• মা, বাবা অথবা কোনও গুরুজনদের আশির্বাদী নোট, জাফরান এবং হলুদ মিশিয়ে নিজের মানিব্যাগে রাখুন। এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে, আর আপনি যে কোনও বিপদ থেকে রক্ষা পাবেন।
advertisement
3/4
• রাস্তা ঘাটে কোনও অজানা বিপদে পড়বেন না।
advertisement
4/4
• এ ছাড়াও যদি আপনার কোনও ইচ্ছা থাকে তাহলে একটি সাদা কাগজে লিখে লাল খামে ভরে মানিব্যাগে রেখে দিন। নিশ্চয়ই আপনার মনের ইচ্ছা পূরণ হবে।