TRENDING:

শনিদেবের মহাদশার কষ্ট লাঘব, বাধা-বিপত্তি দূর হয় এই পথ অবলম্বন করলে

Last Updated:
ঢাইয়া ও সাড়ে সাতির মহাকষ্ট দূর হয় বেশ কিছু পথ অবলম্বন করলেই
advertisement
1/6
শনিদেবের মহাদশার কষ্ট লাঘব, বাধা বিপত্তি দূর হয় সঠিক পথ অবলম্বনে
গ্রহরাজ শনিদেবের রোষে পড়লে জীবনে অনেক কাজ সম্পন্ন হয়না ৷ শনিদেবের মহারোষের ফলে আড়াই বছর ধরে খারাপ সময় যায় তাকে বলা হয় ঢাইয়া আর সাড়ে সাত বছর ধরে খারাপ সময় চললে তাকে সাড়ে সাতি বলা হয় ৷
advertisement
2/6
শনিদেবের মহাদশার মহাকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় যদি নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা যায় ৷
advertisement
3/6
প্রতি মঙ্গল ও শনিবার বজরঙ্গবলির পুজো বেশ ভাল করে করলে কষ্ট লাঘব হতে পারে ৷ মেটে সিঁদুর, কলা ও লাড্ডু দিয়ে পুজো করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন ফলে কাটে দুর্যোগের কালো মেঘও ৷
advertisement
4/6
এছাড়াও নিয়মিত শিবের পুজো, মা কালীর পুজো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেও জীবন সুন্দর হয়ে ওঠে ৷
advertisement
5/6
এই খারাপ সময় কী? খারাপ সময় আসলে কোনও বাধা বিপত্তি, হওয়া কাজে বাধা-বিঘ্ন পড়া ৷ বড়সড় দুর্ঘটনা বা মৃত্যুযোগ থাকতে পারে নিজের বা পরিবারের অন্য কারোর ৷
advertisement
6/6
গ্রহরাজ শনিদেবের মহারোষের হাত থেকে মুক্তি পেতে বেশ কিছু পথ অবলম্বন করা যেতে পারে যাতে শনিদেবের মহারোষের মহাকষ্ট লাঘব করা যায় ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শনিদেবের মহাদশার কষ্ট লাঘব, বাধা-বিপত্তি দূর হয় এই পথ অবলম্বন করলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল