TRENDING:

শনিবার সন্ধেবেলায় মা তারার নাম নিয়ে কঠোর সাধনায় কাটবে জীবনের কঠিনতম সমস্যা

Last Updated:
advertisement
1/5
শনিবার সন্ধেবেলায় মা তারার নাম নিয়ে কঠোর সাধনায় কাটবে জীবনের কঠিনতম সমস্যা
আজ শনিবার মাতৃ আরাধনার এক বিশেষ দিন ৷ এই দিন সন্ধে ৬টা থেকে টানা ৩ ঘণ্টা তারা মায়ের নামেই জীবনের সমস্ত কালো মুছে যাবে জীবন হয়ে উঠবে সুন্দর ৷
advertisement
2/5
আগামিকাল ঠিক সারাদিন থাকছে একাদশী তিথি ৷ এই একাদশী তিথিতে মা তারার নামে কাটবে সকল সমস্যা ৷
advertisement
3/5
তারা মায়ের নামে একাধিক কঠিন কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে ৷ দুর্বল জীবনে সঞ্চারিত হয় শক্তি ৷
advertisement
4/5
মায়ের পাগলা ছেলে সাধক বামাক্ষ্যাপা মায়ের নির্দেশেই গেরুয়া বস্ত্র ছেড়ে রক্তবস্ত্র ধারণ করেছিলেন ৷
advertisement
5/5
মা তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি করে থাকেন যাতে তাঁর সন্তানেদের মঙ্গল হয়ে থাকে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শনিবার সন্ধেবেলায় মা তারার নাম নিয়ে কঠোর সাধনায় কাটবে জীবনের কঠিনতম সমস্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল