Tea: কাগজের কাপ নাকি মাটির ভাঁড়ে চা, কোনটা ভাল শরীরের জন্য? উত্তর জানলে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Tea: চায়ের দোকানে কাগজের কাপ এবং কাচের গ্লাসে চা দেওয়ার ব্যবস্থা থাকলেও মাটির ভাড়ে চা খেতেই পছন্দ করেন সকলে।
advertisement
1/5

চা কমবেশি আমরা সকলেই খেয়ে থাকি, তবে মাটির ভাড়ে গরম ধোঁয়া ওঠা চা খেতে একটু বেশিই পছন্দ করি আমরা।
advertisement
2/5
চায়ের দোকানে কাগজের কাপ এবং কাচের গ্লাসে চা দেওয়ার ব্যবস্থা থাকলেও মাটির ভাড়ে চা খেতেই পছন্দ করেন সকলে।
advertisement
3/5
অনেকে মনে করেন কাগজ কিংবা কাঁচের গ্লাসে চা খাওয়ার থেকে মাটির ভারে চা খেতে অনেক বেশি সুস্বাদু হয়।
advertisement
4/5
মাটির ভাঁড়ে সুস্বাদু হওয়ার কারণ হিসেবে বলা হয় পোড়া মাটির ভারে চা ঢালার সঙ্গে সঙ্গে চায়ের বেশ কিছুটা জল শুষে নেয় সেই ভার।
advertisement
5/5
আর এই কারণেই চায়ের আসল ফ্লেভার টা পাওয়া যায় মাটির ভারে চা খেলে। সেই কারণেই কিংবা কাঁচের গ্লাসের থেকেও মাটির ভারে চা খাওয়ার জনপ্রিয়তা বেশি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Tea: কাগজের কাপ নাকি মাটির ভাঁড়ে চা, কোনটা ভাল শরীরের জন্য? উত্তর জানলে চমকে উঠবেন