TRENDING:

Astrology | Saturn: জুতো নিয়ে ছেলেখেলা নয়, শনির দশা বদলাতে পারে পায়ের জুতোই

Last Updated:
শনিদেবের অশুভ প্রভাবের কারণে জীবনে নানা রকম ঝামেলা দেখা দেয়।
advertisement
1/5
জুতো নিয়ে ছেলেখেলা নয়, শনির দশা বদলাতে পারে পায়ের জুতোই|
শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা। প্রত্যেক মানুষই চায় যে শনিদেবের কৃপা তার উপর থাকে কারণ শনিদেবের অশুভ প্রভাবের কারণে জীবনে নানা রকম ঝামেলা দেখা দেয়। তাঁর কৃপা না থাকলে কোন কাজে সফলতা পান না এবং কাজের অবনতি ঘটতে থাকে। কিন্তু আপনার এই সমস্যাগুলি জুতা এবং চপ্পল দিয়ে কাটিয়ে উঠতে পারে। জুতা ও চপ্পল থেকে শনিদেবের কৃপা পাওয়া যায়।
advertisement
2/5
কিন্তু মন্দির থেকে জুতা ও চপ্পল চুরি যাওয়া শুভ বলে মনে করা হয়। জুতা এবং চপ্পল চুরি আপনার উপর আসা শনির অশুভ প্রভাব দূর করে বলেই মনে করা হয়৷ এর ফলে শনিদেবের কৃপা পাওয়া যায়৷
advertisement
3/5
এমনটা বিশ্বাস করা হয় যে শনি দোষ ব্যক্তির পায়ের উপর থেকে উঠে যায়, তাই শনির অর্ধশতক ও ধইয়ের হাত থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ কালো রঙের বা চামড়ার জুতা এবং চপ্পল পরে মন্দিরে যায় এবং মন্দিরেই রেখে আসে। এটি শনি দোষ থেকে মুক্তি দেয়।
advertisement
4/5
শনিবার দরিদ্র এবং অভাবী লোকদের জুতা এবং চপ্পল দান করাও শনি দোষ থেকে মুক্তি দেয়।
advertisement
5/5
শনিবার মন্দির থেকে জুতা এবং চপ্পল চুরি করা একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি একটি লক্ষণ যে শনিদেব আপনার উপর সন্তুষ্ট এবং শীঘ্রই তাঁর আশীর্বাদ পেতে চলেছে। যাদের কুণ্ডলীতে শনির অশুভ প্রভাব রয়েছে তাদের ছেঁড়া জুতো একেবারেই পরা উচিত নয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Astrology | Saturn: জুতো নিয়ে ছেলেখেলা নয়, শনির দশা বদলাতে পারে পায়ের জুতোই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল