TRENDING:

Chankya Niti: হু-হু করে টাকা আসবে বাড়িতে, সারা বছর টাকার যোগান অফুরন্ত থাকবে চানক্য নীতি মানলে

Last Updated:
Chankya Niti: এ বার দেখে নিন, চানক্য নীতি মেনে কী ভাবে টাকা রাখবেন বাড়িতে৷
advertisement
1/5
হুহু করে টাকা আসবে বাড়িতে, সারা বছর টাকার যোগান অফুরন্ত থাকবে চানক্য নীতি মানলে
চানক্য নীতি নানারকমের পরিস্থিতির জন্য প্রযোজ্য৷ জীবনের নির্দিষ্ট নিয়ম মেনে সেই নীতি কার্যকর করলে অনেকরকম সাফল্য পাওয়া যায় জীবনে৷ এ বার দেখে নিন, চানক্য নীতি মেনে কী ভাবে টাকা রাখবেন বাড়িতে৷
advertisement
2/5
আচার্য চানক্যের মতানুসারে যে ব্যাক্তি দান, ধ্যান ও বিনিয়োগের উপর নির্ভর করে নিজের জীবন কাটান, সেই ব্যক্তি পরবর্তীতে বা আর্থিক সঙ্কটের কালে নিজের সমস্যা সহজে কাটিয়ে উঠতে পারেন৷ বেহিসাবি হলে তাঁদের জীবনে কষ্ট লেখা থাকে৷
advertisement
3/5
টাকা জমাতে গেলে প্রথমেই অর্থের অপচয় বন্ধ করতে হবে৷ যখন তখন বিপুল পরিমাণ টাকা খরচ করলে চলবে না৷ তার জন্য সব দিক খেয়াল রেখে খরচ করাটা জরুরী৷
advertisement
4/5
উপার্জনের কিছু টাকা যদি দাতব্য কাজে বা সাধারণের কল্যানার্থে দান করা যায়, তা হলে একজনের সম্পদ বিপুল পরিমাণে বৃদ্ধি পেতে পারে৷ অসহায় মানুষকে সাহায্য করলেও তা বাড়ে অনেকটা৷
advertisement
5/5
আর্থিক সঙ্কট কাটানোর আরও একটি উপায় দীর্ঘদিন আগে থেকে ভবিষ্যতের পরিকল্পনা করে রাখা৷ তাতে কখনই অপ্রত্যাশিত খরচের মুখে পড়তে হয় না৷ বাড়িতে মা লক্ষ্মী যাতে বিরাজ করেন, তার জন্যও চেষ্টা করা উচিত৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Chankya Niti: হু-হু করে টাকা আসবে বাড়িতে, সারা বছর টাকার যোগান অফুরন্ত থাকবে চানক্য নীতি মানলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল