TRENDING:

School Holiday List April 2024: এপ্রিল মাসে 'এই' দিনগুলি বন্ধ থাকবে স্কুল-কলেজ...! দেখুন তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা

Last Updated:
West Bengal School Holiday List April 2024: ছুটির প্রশ্নে যেকোনও শিক্ষার্থীকে জিজ্ঞেস করলেই পাবেন এক উত্তর। আসলে দৈনন্দিন পড়াশোনা ও সিলেবাস শেষের মধ্যেই একটু ছুটির স্বাদ পেতে চান সব শিক্ষার্থীরাই। বাদ যান না শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকারাও।
advertisement
1/12
এপ্রিল মাসে 'এই' দিনগুলি বন্ধ থাকবে স্কুল-কলেজ..! দেখুন তারিখ-সহ সম্পূর্ণ তালিকা
মার্চ শেষ। আসছে এপ্রিল। আর এপ্রিল মানেই স্কুলে স্কুলে নতুন সিলেবাস। নতুন ক্লাসে পড়ুয়ারা। তবে নতুন শিক্ষাবর্ষের সূচনা হলেও এই এপ্রিল মাসেও ডায়েরি হাতে পেলেই ছুটির ক্যালেন্ডারে চোখ চলে যায় ছাত্র ছাত্রীদের।
advertisement
2/12
ছুটির প্রশ্নে যেকোনও শিক্ষার্থীকে জিজ্ঞেস করলেই পাবেন এক উত্তর। আসলে দৈনন্দিন পড়াশোনা ও সিলেবাস শেষের মধ্যেই একটু ছুটির স্বাদ পেতে চান সব শিক্ষার্থীরাই। বাদ যান না শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকারাও।
advertisement
3/12
একাডেমিক বাধ্যবাধকতা থেকে গতির পরিবর্তন হিসাবে স্কুল ছুটির জন্য কম-বেশি অপেক্ষা করছেন স্কুল কলেজ পড়ুয়ারা প্রায় সকলেই। আসলে ছুটির অবকাশ পেলেই পড়ুয়ারাও সুযোগ পেয়ে যায় পড়াশোনার বাইরে নিজেদের শখ ও সৌখিনতার চর্চার। প্রতিদিনের নিয়মিত স্কুলের দিনগুলিতে যা প্রায় অসম্ভব হয়ে পরে।
advertisement
4/12
গতমাসে অর্থাৎ মার্চ মাসটি ছিল বিভিন্ন উত্সব এবং ছুটিতে ভরা। দেশ, অঞ্চল এবং শিক্ষা প্রতিষ্ঠানগত ভাবে যদিও এই ছুটির তালিকা পরিবর্তিত হয়।
advertisement
5/12
এই ছুটিগুলো সাধারণত প্রতি রাজ্যের তথা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং সারা বছর ধরে এই তালিকার বাইরেও বিভিন্ন বিরতি অন্তর্ভুক্ত করতে পারে স্কুলগুলি।
advertisement
6/12
চলুন দেখে নেওয়া যাক এপ্রিলের আসন্ন স্কুলের ছুটির তালিকা জুড়ে কী কী আছে। পয়লা বৈশাখ, গুড়ি পাড়োয়া এবং ইদ-উল-ফিতর কাছাকাছি সময়ে পড়েছে এই বছর। শিক্ষার্থীরা এই দিনগুলিতে ছুটি প্রত্যাশা করে থাকে। আর কী কী ছুটি আছে এই এপ্রিলে? যদিও ছুটির তালিকা এবং দিনের সংখ্যা রাজ্যে রাজ্যে পরিবর্তিত হতে পারে।
advertisement
7/12
স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকে। কিন্তু সারা বছর ধরে এছাড়াও অনেকগুলি ছুটির দিন পালন করা হয়। জাতীয় ছুটির দিনগুলি সর্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুল দ্বারা ছুটি ঘোষণা করা হয়।
advertisement
8/12
এছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও পালন করা হয়। এপ্রিল মাসটি শিক্ষার্থীদের জন্য একটি নতুন শিক্ষাবর্ষের সূচনা সূচিত করে যা ছাত্র ছার্ত্রীদের জন্য একটি নতুন অনুভূতি। ২০২৪ এর এপ্রিল ও সেরকমই নতুনের গন্ধে ভরা একটি মাস।
advertisement
9/12
২০২৪ সালের এপ্রিলে মূলত এই দিনগুলিতে স্কুলগুলি বন্ধ থাকবে। এখানে সম্পূর্ণ তালিকা দেখে মিলিয়ে নিন ডায়রি। যদিও এই ছুটিগুলি ছাড়াও রাজ্যে রাজ্যে এই ভোটের মরশুমে আরও কিছু উপরি ছুটি পেতে চলেছে পড়ুয়ারা। জায়গা ও রাজ্য ভিত্তিতে সেই ছুটিগুলি পরিবর্তিত হবে বলে এই তালিকায় সেগুলি অন্তর্ভুক্ত করা হল না।
advertisement
10/12
দিন এবং তারিখ নামমঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ চৈত্র সুখলদি/উগাদি/গুড়ি পাদওয়া বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪ ইদ-উল-ফিতর (অস্থায়ী) শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪ বৈশাখী
advertisement
11/12
রবিবার, এপ্রিল ১৪, ২০২৪ পয়লা বৈশাখ ও আম্বেদকর জয়ন্তীবুধবার, এপ্রিল ১৭, ২০২৪ রাম নবমী রবিবার, এপ্রিল ২১, ২০২৪ মহাবীর জয়ন্তী
advertisement
12/12
তবে এছাড়াও কিছু আরও ছুটি থাকতে পারে রাজ্য, এলাকা ও স্কুল কলেজ ভিত্তিতে। তাই এটা বাঞ্ছনীয় যাতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা এই তালিকায় চোখ রাখার পাশাপাশি যেন স্কুলের ডায়েরি বা অফিসিয়াল যোগাযোগের ওয়েবসাইট বা পোর্টালে দেওয়া ছুটির তালিকাও দেখে নেন। কারণ প্রত্যেক স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানই তাদের স্কুলে কতগুলি ছুটি পালন করা হয় তা নির্ধারণ করে থাকে এবং নির্দিষ্ট জায়গায় পড়ুয়াদের তা জানিয়ে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
School Holiday List April 2024: এপ্রিল মাসে 'এই' দিনগুলি বন্ধ থাকবে স্কুল-কলেজ...! দেখুন তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল