সারদা মা অনুপ্রেরণার অন্য নাম, জীবনী শক্তির উৎসও, তিনি সত্যিকারের মা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
জয়রামবাটির মুখোপাধ্যায়ের পরিবারের এক সাধারণ মেয়ে, বিয়ে করে কামারপুকুরের চট্টোপাধ্যায় পরিবারের আসেন, গদাধর চট্টোপাধ্যায়কে বিয়ে করে এক নতুন দিনের সূচনা করেছেন
advertisement
1/5

তিনি সারদা মা, সবার মা, তিনি গুরুপত্নী নন, মুখে বলা মা নন এমনকী তিনি পাতানো মা নন, তিনি সত্যিকারের মা ৷
advertisement
2/5
সারদা মা, আমাদের সমাজের মা, তিনি চেতনার মা, জ?রামবাটি থেকে কামারপুকুর সারদামণি থেকে সবার সারদা মা, এ এক দীর্ঘ ত্যাগের প্রতীক ৷
advertisement
3/5
সারদা মায়ের দেখা না পেলে ঠাকুরের জীবনও অপূর্ণ থাকত ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারেবারে সমরণ করিয়েছেন এই কথা ৷
advertisement
4/5
জয়রামবাটির মুখোপাধ্যায়ের পরিবারের এক সাধারণ মেয়ে, বিয়ে করে কামারপুকুরের চট্টোপাধ্যায় পরিবারের আসেন, গদাধর চট্টোপাধ্যায়কে বিয়ে করে এক নতুন দিনের সূচনা করেছেন ৷
advertisement
5/5
সারদা মা দুর্বল ও হীনের কাছে এক মহাবল ৷ তিনি সব সময়েই তাঁর রক্ষাকবচ দিয়ে সন্তানদের রক্ষা করেন ৷ সারদা মায়ের কৃপায় জীবন আরও সুন্দর হয় ৷ দক্ষিণেশ্বর বা বাগবাজারের বাড়িতে প্রতিদিন অগণিত সন্তানের আনাগোণা বারেবারে প্রমাণ করেছে তিনি কতখানি করুণাময়ী মা ৷