Tsunami Prediction: 'জাপানি বাবা'র ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী, জুলাই মাসে আসছে বিপদ! কোন প্রাকৃতিক বিপর্যয় হবে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ryo Tatsuki Prediction: ১৯৯৯ সালে প্রকাশিত হয় সেই জাপানি ভবিষ্যৎদ্রষ্টার বই ‘দ্য ফিউচার আই স'। তাতসুকি সেখানে লিখেছেন, ২০২৫ সালের জুলাই মাসে ভয়ঙ্কর কোনও বিপর্যয় হবে।
advertisement
1/7

'বাবা ভাঙ্গা'র ভবিষ্যদ্বাণী নিয়ে সারা বিশ্বে বহু মানুষের চিন্তার শেষ নেই। বাবা ভাঙ্গা কে ছিলেন, তিনি কী কী ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা নিয়ে এখন অনেকের ধারণা রয়েছে। তবে এরই মধ্যে আরও এক বাবা-র ভবিষ্যদ্বাণী ভাইরাল। তাঁকে বলা হচ্ছে জাপানি বাবা ভাঙ্গা!
advertisement
2/7
জাপানের এক রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা—মাঙ্গা শিল্পী রিও তাতসুকি (Ryo Tatsuki) জুলাই মাসে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আভাস দিয়েছেন। জুলাই মাস নিয়ে সেই ভবিষ্য়দ্বাণীর জেরে হাজার হাজার পর্যটক তাঁদের জাপান ভ্রমণ বাতিল করে ফেলেছেন বলে খবর।
advertisement
3/7
১৯৯৯ সালে প্রকাশিত হয় সেই জাপানি ভবিষ্যৎদ্রষ্টার বই ‘দ্য ফিউচার আই স'। তাতসুকি সেখানে লিখেছেন, ২০২৫ সালের জুলাই মাসে ভয়ঙ্কর কোনও বিপর্যয় হবে। অনেকের দাবি, সেই লেখার কিছু ঘটনা ইতিমধ্যে বাস্তবে ঘটেছে। তার মধ্যে ২০১১ সালের মার্চ মাসে ঘটে যাওয়া টোহোকু ভূমিকম্প ও সুনামির ভবিষ্যদ্বাণী রয়েছে। ফলে এই ভবিষ্যদ্বাণী হেলায় উড়িয়ে দিতে পারছেন না অনেকেই।
advertisement
4/7
২০২১ সালের ‘কমপ্লিট এডিশন’-এ জুলাই মাসের বিপর্যয়ের কথা লিখেছেন তিনি। ২০২৫ সালের ৫ জুলাই জাপানের ঠিক নিচে ফিলিপাইন ও জাপানের মাঝে সমুদ্রতলে একটি ফাটল ধরবে বলে ভবিষ্য়দ্বাণী করেন তিনি। ভয়ংকর ধ্বংসযজ্ঞের ভবিষ্য়দ্বাণী করেন। ওই ফাটল থেকে ছুটে আসবে এমন এক সুনামি, যার ঢেউ হবে টোহোকু বিপর্যয়ের থেকেও তিনগুণ বড়। সমুদ্রের জল ফুটে উঠবে বলেও তিনি লিখেছেন।
advertisement
5/7
জলের তলার এক বিশালকার আগ্নেয়গিরির ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের জেরেই সমুদ্রের জল ফুটতে শুরু করবে বলে তাঁর মত ছিল। জাপান, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জে এই বিপর্যয় হবে বলে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তিনি।
advertisement
6/7
জানা যাচ্ছে, এর জেরে ইস্টার ছুটিতেই জাপানগামী ট্যুর বুকিং প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে। পর্যটকদের সংখ্যা আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে জুলাই মাসে জাপানের পর্যটন বড় ধাক্কা খেতে চলেছে, তা এখন থেকেই আন্দাজ করা যেতে পারে।
advertisement
7/7
প্রসঙ্গত উল্লেখ্য, রিও তাতসুকি পেশায় মাঙ্গা শিল্পী। তিনি ভবিষ্যৎ দেখতে পান বলে দাবি করেৃন। তাঁর বইয়ে সেসব ভবিষ্যদ্বাণীরই উল্লেখ থাকে। ফ্রেডি মারকিউরির মৃত্যু, ১৯৯৫ সালের কোবে ভূমিকম্প—এসব নিয়ে তিনি ভবিষ্য়দ্বাণী করেছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Tsunami Prediction: 'জাপানি বাবা'র ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী, জুলাই মাসে আসছে বিপদ! কোন প্রাকৃতিক বিপর্যয় হবে!