TRENDING:

আজ শিবরাত্রিতে সন্ধে ৬টার পর পড়ুন এই মহামন্ত্র, মহাদেবের আশীর্বাদে জীবন বদলে যাবে

Last Updated:
advertisement
1/5
আজ শিবরাত্রিতে সন্ধে ৬টার পর পড়ুন এই মহামন্ত্র, মহাদেবের আশীর্বাদে জীবন বদলে যাবে
♦ শিবরাত্রি করা হয় কি শুধুমাত্র ভাল বর পাওয়ার জন্য? নাকি এর পিছনে অন্য কোনও বিষয়ও রয়েছে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী/চতুর্দশীর রাত্রিতে পালিত হয় শিবরাত্রি। আসলে সারা বছরে শিবরাত্রির সংখ্যা বারো, কিন্তু ফাল্গুনের এই তিথিটিই সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়। অনেকে বলেন, এই দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন। ছবি: দেবমাল্য দাস ৷
advertisement
2/5
♦ পুরাণে আছে, এই দিন শিব ও পার্বতীয় বিয়ে হয়েছিল। তবে এই দিনটার এমন অস্বাভাবিক মাহাত্ম্য কেন? বলা হয়, উত্তর গোলার্ধের আকাশে এই দিনটিতে গ্রহ-নক্ষত্রের সংস্থান এমন হয়, যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে। অনেকের বিশ্বাস, শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি পাঠ করলে সত্যি সত্যিই শক্তি বাড়ে। কিন্তু বাংলার সাধারণ মানুষের মধ্যে শিবরাত্রি কেন এতটা মহিমা অর্জন করল? ছবি: দেবমাল্য দাস ৷
advertisement
3/5
♦ তবে শুধু মাত্র ভাল বর পাওয়ার জন্যই এই ব্রত পালন করা হয় না ৷ দেবাদিবেদ মহাদেবের ভক্তরা নিষ্ঠাভরে শিবলিঙ্গকে শাহি স্নান করালে জীবনে কোনও বাধা-বিপত্তি আসে না ৷ ছবি: দেবমাল্য দাস ৷
advertisement
4/5
♦ ওম নমঃ শিবায় ৷ ওম নমঃ ভগবতে রুদ্রায় ৷ ওম তৎপুরুষায় ভিদমাহে ভিদমাহে মহাদেবায় ধীমায় তন্নো রুদ্রহ প্রচোদয়াত ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধম, উর্বরুক্মিবর্ধনম মৃত্যোমুক্সি মামৃতম কর্পুর গৌরম করুণাবর্তম, সংসার সরম ভবম ভবানি সাহিতম নমামি ৷ প্রতীকী ছবি ..
advertisement
5/5
♦ এ বছরের শিবরাত্রির গুরুত্ব একটু বেশিই ৷ কেননা শিবরাত্রির তিথিটি পড়েছে সোমবার ৷ তবে এইদিনটিতে একটি বিশেষ মন্ত্র পড়তে হয় ৷ যা পড়লে জীবনে আর কোনও দুঃখ-কষ্ট থাকে না ৷ এ দিন সন্ধে ৬টা ১০ মিনিট থেকে রাত ১০টার মধ্যে পড়ুন ওই মন্ত্রটি ৷ আসুন জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি ৷ ছবি: দেবমাল্য দাস ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
আজ শিবরাত্রিতে সন্ধে ৬টার পর পড়ুন এই মহামন্ত্র, মহাদেবের আশীর্বাদে জীবন বদলে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল