সপ্তাহের যে কোনও দিনই হোক না কেন, নিয়মিত পাঠ করুন এই ৪টি মন্ত্র ভাগ্য ফিরবেই ফিরবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
খুশির সিন্দুকের দরজা খুলে দেবে এই মন্ত্রগুলো
advertisement
1/5

এই ৪টি মন্ত্র নিয়মিত পাঠ করলে খুশির সূর্যদয় হবেই হবে! জীবনে ফিরবে খুশির বসন্ত। খুশির সিন্দুকের দরজা খুলে দেবে এই মন্ত্রগুলো।
advertisement
2/5
গণেশের মন্ত্র- 'ওম সৌভাগ্য-বর্ধনাহাহ নমহঃ।' এই মন্ত্রটি দিনে কম করে ১০৮ বার পাঠ করলে ফল পেতে বাধ্য। ফিরবে ভাগ্য। বদলে যাবে জীবন। যারা এই সময় খুব দুঃখের মধ্যে আছেন, তারা আজ থেকেই এই মন্ত্রটি পাঠ করা শুরু করে দিন। (Photo collected)
advertisement
3/5
দূর্গা মন্ত্র- 'দেহি সৌভাগ্য়িয়াম আরোগ্যিয়াম দেহি মে পরামম সুখাম কুপম দেহি জায়াম দেহি, যশো দেহি দ্বিখোজাহী।'; এই মন্ত্রটি পাঠ করলে ভাগ্য তো ফিরবেই, সেই সঙ্গে জীবন খুশিতে ভরে উঠবে। কালো শক্তি সঙ্গ ছাড়বে, আটকে যাওয়া কাজ সম্পন্ন করতে পারবেন এবং খারাপ চিন্তা মন থেকে দূর হবে। মন্ত্রটি প্রতি দিন কম করে ১০৮ বার জপ করতে হবে, তবেই মিলবে সুফল। (Photo collected)
advertisement
4/5
রিদ্ধি সিদ্ধি মন্ত্র- 'সাধক নাম জাপেহী লে লায়েই, হোহি সিদ্ধ আনিমাদিক পেয়ে।' কর্মক্ষেত্রে এবং ব্যবসায় ভাগ্য ফিরিয়ে আনতে এই মন্ত্রটি দারুনভাবে সাহায্য করে। সেই সঙ্গে জীবনে খুশির রাস্তা যাতে প্রশস্ত হয় সেদিকেও খেয়াল রাখে। শুধু তাই নয় অর্থনৈতিক পরিস্থিত ভাল করতেও এই মন্ত্রটি সাহায্য করে। দিনে কম করে ৫ বার মন দিয়ে মন্ত্রটি পাঠ করলেই ভাগ্য ফিরতে শুরু করবে। (Photo collected)
advertisement
5/5
লক্ষ্মী মন্ত্র- 'ওম শ্রিম অখন্ড সৌভাগ্য ধন সমৃদ্ধিয়াম দেহি দেহি নামাহ।' অর্থ, যশ, উন্নতি এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করে মা লক্ষ্মীর এই মন্ত্রটি। শুধু তাই নয়, সব ধরনের বাঁধা পেরিয়ে জীবনে যাতে শান্তি, স্থিরতা আসে সে দিকেও খেয়াল রাখে। বুধবার থেকে মন্ত্রটি পাঠ করা শুরু করুন। মন্ত্র পাঠের আগে মা লক্ষ্মীর ছবিতে ফুল দিন। ধুপ -ধূনো জ্বালান। দিনে পাঁচ বার, টানা ১১ দিন এই লক্ষ্মী মন্ত্রটি পাঠ করলেই ফল মিলবে। (Photo collected)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সপ্তাহের যে কোনও দিনই হোক না কেন, নিয়মিত পাঠ করুন এই ৪টি মন্ত্র ভাগ্য ফিরবেই ফিরবে