Personality Traits: একটুতেই রেগে লাল? নাকি সাত চড়েও একেবারে চুপ? হাতের আঙুলই ফাঁস করবে সব গোপন কথা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Personality Traits: মানুষের ব্যক্তিত্বের নানা দিক থাকে। হাতের আঙুলের দৈর্ঘ্যও চরিত্রের অনেক অজানা বিষয় বলে দেয়। বিস্তারিত জেনে নিন।
advertisement
1/7

মানুষের ব্যক্তিত্বের নানা দিক থাকে। হাতের আঙুলের দৈর্ঘ্যও চরিত্রের অনেক অজানা বিষয় বলে দেয়। বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
2/7
তর্জনীর চেয়ে যদি অনামিকা লম্বা হয়, তা হলে সম্ভবত আপনি শান্ত। আপনি দৃঢ় আত্মবিশ্বাসের অধিকারী। কিন্তু তাঁরা একেবারেই অপরের দৃষ্টি আকর্ষণ করতে চান না। তবু স্বভাবের কারণে স্বাভাবিক ভাবেই সকলেই তাঁরা সকলের নজর কাড়েন।
advertisement
3/7
এমন মানুষরা জটিল পরিস্থিতিতে সহজে সামলে নিতে পারেন। সেগুলি থেকে বেরিয়ে আসার উপায় অনায়াসে বলে দেন তাঁরা।
advertisement
4/7
এমন মানুষরা জটিল পরিস্থিতিতে সহজে সামলে নিতে পারেন। সেগুলি থেকে বেরিয়ে আসার উপায় অনায়াসে বলে দেন তাঁরা।
advertisement
5/7
মনকে তীক্ষ্ণ রাখে এমন সব কাজ করতে পছন্দ করেন তাঁরা। অন্যরা প্রায়শই তাঁদের পরামর্শ চাইতে আসেন। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতেও পিছপা হন না তাঁরা।
advertisement
6/7
তর্জনী যদি অনামিকা আঙুলের চেয়ে লম্বা হয়, তবে আপনি আত্মবিশ্বাসী। সাহসী এবং অভিব্যক্তিপূর্ণ। সাধারণত শান্ত থাকেন। এমনকি চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও উদ্বেগ দেখান না। স্বভাবগতভাবে উচ্চাকাঙ্ক্ষী। আপনি একজন সফল ব্যক্তি। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মূল্যে বিশ্বাস করেন।
advertisement
7/7
অনামিকা এবং তর্জনীর দৈর্ঘ্য যদি সমান হয়, তবে আপনি এমন একজন মানুষ যিনি শান্তি এবং সম্প্রীতিকে মূল্য দেন। শান্ত এবং নির্মল পরিবেশ বজায় রাখতে পছন্দ করেন। সংঘর্ষ এড়াতে চান।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Personality Traits: একটুতেই রেগে লাল? নাকি সাত চড়েও একেবারে চুপ? হাতের আঙুলই ফাঁস করবে সব গোপন কথা