TRENDING:

One Rupee Coin: ১ টাকার কয়েনের দাম প্রায় ১০ কোটি! খুঁজে দেখুন, এই কয়েন রয়েছে কি আপনার বাড়িতে? কোটিপতি হওয়ার বড় সুযোগ

Last Updated:
One Rupee Coin:পুরানো ১ টাকা, ২ টাকার কয়েন। সেইসঙ্গে ১ টাকা, ২ টাকা বা ৫ টাকার নোট অনলাইনে নিলামের মাধ‍্যমে বিপুল পরিমাণ অর্থলাভ করা যেতে পারে। পুরনো কয়েন অ‍্যান্টিক সামগ্রী হিসেবে নিলাম করা হয়।
advertisement
1/9
১ টাকার কয়েনের দাম প্রায় ১০ কোটি! খুঁজে দেখুন, এই কয়েন রয়েছে আপনার বাড়িতে
নোট এবং কয়েন জমানোর শখ প্রচুর জনের। তবে জানেন কী কখনও কখনও এই শখ থেকেই প্রচুর টাকা পাওয়ার সুযোগ রয়েছে। বাড়ির পুরনো বাক্সেই পড়ে রয়েছে কোন খাজানা?
advertisement
2/9
অনেকেই পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখেন। মাত্র ১ টাকা থেকেই কোটি টাকা আয় করা যেতে পারে। শুনতে অবিশ্বাস‍্য লাগলেও এমন ঘটনা সত‍্যিই ঘটেছে।
advertisement
3/9
পুরানো ১ টাকা, ২ টাকার কয়েন। সেইসঙ্গে ১ টাকা, ২ টাকা বা ৫ টাকার নোট অনলাইনে নিলামের মাধ‍্যমে বিপুল পরিমাণ অর্থলাভ করা যেতে পারে। পুরনো কয়েন অ‍্যান্টিক সামগ্রী হিসেবে নিলাম করা হয়।
advertisement
4/9
কয়েনবাজারের মতো বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যা পুরানো এবং দুর্লভ কয়েন বিক্রি এবং ক্রয় করে। এখানে ব্যবহারকারীরা নাম, ঠিকানা, ইমেল এবং ফোন নম্বর ইত্যাদি প্রাথমিক তথ্য প্রবেশ করে নিজেদের নাম রেজিস্টার করতে পারেন।
advertisement
5/9
আপনার বাড়ির পুরানো আলমারিতেও অনুসন্ধান করুন, যদি আপনার কাছেও এই মুদ্রা থাকে এবং আপনিও এই ওয়েবসাইটে কয়েন বিক্রি করতে পারবেন। ঠিক যেমনভাবে ১ টাকার কয়েনের দাম উঠেছিল প্রায় ১০ কোটি টাকা!
advertisement
6/9
১৮৮৫ সালে ভারতে ব্রিটিশ রাজের সময় এরকম একটি এক টাকার মুদ্রা জারি করা হয়েছিল। ২০২১ সালের নিলামে এর দাম ছিল ১০ কোটি টাকা।
advertisement
7/9
অর্থাত্‍ বাড়িতে পড়ে থাকা একটি পুরনো ১ টাকা বেচেই আয় করা সম্ভব ১০ কোটি টাকা। কিন্তু কখনও ভেবে দেখেছেন এই এক টাকার কয়েন বানাতে কত খরচ পড়ে?
advertisement
8/9
২০১৮ সালের একটি প্রতিবেদন অনুসারে, ১৯৯২ সাল থেকে যে এক টাকার কয়েন ব‍্যবহার হয়ে আসছে, সেই কয়েন উৎপাদনে প্রায় ১.১১ টাকা খরচ হয়।
advertisement
9/9
অর্থাত্‍ ১ টাকা বানাতে এক টাকার চেয়ে সামান‍্য বেশি টাকা খরচ পড়ে। স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই মুদ্রাটির ব্যাস ২১.৯৩ মিমি, পুরুত্ব ১.৪৫ মিমি এবং ওজন ৩.৭৬ গ্রাম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
One Rupee Coin: ১ টাকার কয়েনের দাম প্রায় ১০ কোটি! খুঁজে দেখুন, এই কয়েন রয়েছে কি আপনার বাড়িতে? কোটিপতি হওয়ার বড় সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল