TRENDING:

পরমাণু বোমা কোনও শহরে ফাটলে কেমন হবে অবস্থা? AI দেখাল ভয়াবহ ছবি

Last Updated:
Nuclear bomb: যদি সত্যি আবার কোনওদিন পরমাণু বোমা ফাটে! কেমন হবে ধ্বংসের রূপ! কীভাবে একটা শহর শেষ হয়ে যাবে! দেখুন।
advertisement
1/6
পরমাণু বোমা কোনও শহরে ফাটলে কেমন হবে অবস্থা? AI দেখাল ভয়াবহ ছবি
আমরা প্রায় সবাই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক হামলার কথা পড়েছি। ১৯৪৫ সালের ৬ আগস্ট বিস্ফোরণের পর ১৩ বর্গকিলোমিটার এলাকা আগুনের বলয়ে পরিণত হয় এবং প্রায় আড়াই লাখ মানুষ মারা যায়। এর পর থেকে বিশ্বের কোনো দেশ পরমাণু হামলার কথা ভাবে না। কিন্তু আজকের যুগে যদি কোনো শহরে সত্যিই আবার পরমাণু বোমা পড়ে তাহলে দৃশ্যটা কেমন হবে? এর কিছু ছবি AI এর সাহায্যে মিডজার্নি প্রস্তুত করেছে।
advertisement
2/6
আপনি ইন্টারনেটে হিরোশিমা, নাগাসাকিতে পরমাণু হামলার সমস্ত ছবি পাবেন। কিন্তু দেখুন আজ আক্রমণ হলে কী হবে! মাশরুমের আকারে আগুনের একটি বিশাল বৃত্ত উঠবে। গোলকের আকার ক্রমাগত বাড়তে থাকে এবং দ্রুত পুরো শহরকে গ্রাস করতে থাকে। মুহূর্তের মধ্যে হাজার হাজার প্রাণ তাতে পুড়ে ছাই হয়ে যাবে।
advertisement
3/6
মিডজার্নি AI -এর সাহায্যে এই ছবিগুলি প্রস্তুত করেছে। প্রচণ্ড আলোর বিকিরণ হবে। মনে হতে পারে, ওই নির্দিষ্ট শহরের উপরে থাকা আকাশে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
advertisement
4/6
এআই-এর সাহায্যে এই থবিগুলি প্রস্তুত করা হয়েছে। উপর থেকে দৃশ্য কেমন দেখাবে তাও দেখানো হয়েছে।
advertisement
5/6
ছবি দেখে মনে হবে, প্রচণ্ড কম্পন অনুভব হবে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব ঝলসে যাবে।
advertisement
6/6
পরমাণু বোমা যে কোনও দেশের হাতে থাকা সব থেকে বড় অস্ত্র। তবে এই অস্ত্র হয়তো আর কেউ ব্যবহার করতে চাইবে না!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পরমাণু বোমা কোনও শহরে ফাটলে কেমন হবে অবস্থা? AI দেখাল ভয়াবহ ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল