পাহাড়ের মাঝে টেন্টের ভিতরে বন্ধুদের সঙ্গে ঘুমিয়ে ছিল মেয়েটি, সকালে পর্দা সরাতেই যা দেখল—চমকে উঠল সবাই!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এমনই এক ঘটনার সাক্ষী হল এক মহিলা এবং তাঁর বন্ধু-বান্ধবরা। পাহাড়ে ঘুরতে গিয়ে কী এমন ঘটনার সাক্ষী হলেন তারা? জানা গিয়েছে, তারা যখন পাহাড়ে গিয়ে তাঁবুতে থাকছিলেন তখন তারা এমন এক পরিস্থিতির মুখে পড়েন যা কার্যত অবর্ণনীয়।
advertisement
1/5

পাহাড়ে উঠতে গিয়ে অনেকেই নানান প্রতিবন্ধতার সম্মুখীন হয়েছেন। অনেকেই বাজে আবহাওয়া, ক্লান্তি, কিংবা পশুর আক্রমণের শিকার হতে পারেন।
advertisement
2/5
এমনই এক ঘটনার সাক্ষী হল এক মহিলা এবং তাঁর বন্ধু-বান্ধবরা। পাহাড়ে ঘুরতে গিয়ে কী এমন ঘটনার সাক্ষী হলেন তারা?জানা গিয়েছে, তারা যখন পাহাড়ে গিয়ে তাঁবুতে থাকছিলেন তখন তারা এমন এক পরিস্থিতির মুখে পড়েন যা কার্যত অবর্ণনীয়।
advertisement
3/5
মাউন্ট এভারেস্ট জয়ী মাগডালেনা মাডেই একজন পর্বতারোহী। তিনি জানিয়েছেন, মাউন্ট এভারেস্ট জয় করা চ্যালেঞ্জিং হলেও তাঁর থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল নেপালের মাউন্ট মানাস্লু। যা পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ।
advertisement
4/5
সেখানে পাহাড়ে চড়তে গিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই দেখা যায় চারিদিক বরফ আর পাহাড়।
advertisement
5/5
যদি কোনও ভাবে ধস নামত তাহলে তাঁরা মুহূর্তেই বরফে চাপা পড়ত। ফলে তাদের মৃত্যু অবধারিত ছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পাহাড়ের মাঝে টেন্টের ভিতরে বন্ধুদের সঙ্গে ঘুমিয়ে ছিল মেয়েটি, সকালে পর্দা সরাতেই যা দেখল—চমকে উঠল সবাই!