TRENDING:

মা, মেয়েকে একসঙ্গে 'অন্তঃসত্ত্বা' করেছেন! যুবকের 'দাবি'তে তাজ্জব সবাই, নিজেই ফলাও করে শোনালেন 'জোড়া' প্রেমের 'গল্প'!

Last Updated:
বয়স এখন আর প্রেমের পথে বাধা নয়। কিন্তু এই ঘটনা শুনে অবাক নেটিজেনরা। ২৯ বছরের যুবক দাবি করেছেন, মা, মেয়ে দুজনের সন্তানের বাবাই হতে চলেছেন তিনি। কী ভাবে পারলেন? জানলে চমকে যাবেন।
advertisement
1/9
মা, মেয়েকে একসঙ্গে 'অন্তঃসত্ত্বা' করেছেন! যুবকের 'দাবি'তে 'তাজ্জব' সবাই, নিজেই জানালেন...
সম্প্রতি এক যুবকের বিস্ময়কর দাবি ঘিরে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি জানিয়েছেন, একসঙ্গে নিজের প্রেমিকা ও তাঁর মাকে অন্তঃসত্ত্বা করেছেন!
advertisement
2/9
প্রেম ও সম্পর্ক নিয়ে চর্চার অভাব নেই ইন্টারনেটে। বয়স এখন আর প্রেমের পথে বাধা নয়। কিন্তু এই ঘটনা শুনে অবাক নেটিজেনরা। ২৯ বছরের যুবক নিক ইয়ার্ডি দাবি করেছেন, মা, মেয়ে দুজনের সন্তানের বাবাই হতে চলেছেন তিনি। কী ভাবে পারলেন? জানলে চমকে যাবেন।
advertisement
3/9
নিক জানান, তিনি ২২ বছর বয়সি প্রেমিকা জেড ও তাঁর ৪৪ বছর বয়সি মা ড্যানিকে একই সময়ে অন্তঃসত্ত্বা করেছেন। তাঁদের তিনজনের একসঙ্গে থাকার ছবি এবং বেবি বাম্পের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
4/9
নিকের সম্পর্ক শুরু হয়েছিল জেডের সঙ্গে। কিন্তু মাঝখানে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সেই সময় জেডের মা ড্যানি, যিনি একজন লাইফ কোচ, নিককে পরামর্শ দেন সম্পর্কের মধ্যে আর একজনকে যুক্ত করার জন্য।
advertisement
5/9
কিন্তু নিক পাল্টা প্রস্তাব দেন যে সেই তৃতীয় ব্যক্তি হবেন ড্যানিই! অবাক হলেও জেড এতে রাজি হয়ে যান। তারপর থেকেই তিনজনের সম্পর্ক এগিয়ে চলে।
advertisement
6/9
নিকের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে তাঁদের সম্পর্কের গল্প উঠে এসেছে। তিনি ঘোষণা করেন, জেড ও ড্যানি দু’জনই তাঁর সন্তানের মা হতে চলেছেন। এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়। কেউ কেউ এই সম্পর্কের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, আবার কেউ একে ‘অস্বাভাবিক’ বলে দাবি করেন।
advertisement
7/9
তবে পরে নিক জানান, এই পুরো বিষয়টাই ছিল তাঁদের ফলোয়ারদের জন্য বানানো একটি ‘স্কিট’ বা নাটকীয় কন্টেন্ট। বাস্তবে মা ও মেয়ে গর্ভবতী নন। তাঁদের আসল উদ্দেশ্য ছিল শুধু বিনোদন দেওয়া এবং নিজেদের কনটেন্টের প্রচার।
advertisement
8/9
যদিও অনেকেই আগে থেকেই ধারণা করেছিলেন যে এটি আসলে একটি পাবলিসিটি স্টান্ট। কারণ, মা-মেয়ে দু’জনেই OnlyFans-এর কনটেন্ট ক্রিয়েটর। তাই অনেকেই মনে করছেন, এটি শুধুই অনলাইন প্রচারের জন্য সাজানো গল্প। নিক, যাঁর আসল নাম নিকোলাস হান্টার, জানিয়েছেন যে জেড ও ড্যানি বিগত দুই বছর ধরে সম্পর্কে রয়েছেন এবং সত্যিই মা-মেয়ে। তবে আপাতত গর্ভধারণের খবরটি পুরোপুরি মিথ্যে।
advertisement
9/9
এই ঘটনা সামনে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এমন ‘কনটেন্ট’-এর তীব্র বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, এটাই এখনকার যুগের বিনোদনের নতুন ধরণ!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মা, মেয়েকে একসঙ্গে 'অন্তঃসত্ত্বা' করেছেন! যুবকের 'দাবি'তে তাজ্জব সবাই, নিজেই ফলাও করে শোনালেন 'জোড়া' প্রেমের 'গল্প'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল