TRENDING:

Married Couple Changes Partner Every Night: বিবাহিতরা আছেন সুখেই! প্রতি রাতে বউ বদল! তোলপাড় সোশ্যাল মিডিয়ায়, চর্চা ঘরে বাইরে

Last Updated:
Married Couple Changes Partner Every Night: এই মহিলারা নিজেই জানেনা যে তাঁদের বাবা সন্তানের পিতার নাম
advertisement
1/12
বিবাহিতরা আছেন সুখেই! প্রতি রাতে বউ বদল! তোলপাড় সোশ্যাল মিডিয়ায়, চর্চা ঘরে
বউ নিয়ে পালানোর ঘটনা মাঝে মাঝেই খবরের শিরোনামে ওঠে ৷ এই বষয়টি সমাজ ভাল ভাবে মেনে নেয় না সমর্থনও করেনা ৷ তবে বেশ কিছু মানুষ এমন আছেন যাঁদের এই নিয়ে জীবনে কোনও পার্থক্যও আসেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
এমনই এক বিবাহিত জুটির গল্প রয়েছে যাঁরা প্রতি রাতে সঙ্গী বদলান ৷ এঁরা একই সঙ্গে থাকেন ৷ সমগ্র পরিবারের মানুষের সঙ্গে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
এই দুই জুটি একই সঙ্গে থাকেন পরিবারের মধ্যেই সঙ্গীর বদল এঁদের জীবনে কোনও বিশেষ প্রভাব রাখেনা ৷ তাঁরা বিষয়টি মেনেও নিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
নিজেরাই বিষয়টি নিয়ে খোলসা করেছেন ৷ এলিসিয়া ও টায়লার্স রোজার আগের থেকেই দুই সন্তানের অভিভাবক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
বিয়ের কয়েক বছর পর থেকেই এই জুটি তাঁদের এক বন্ধু জুটি সিন ও হার্টসেলের সঙ্গে রোমান্টির সম্পর্কে আবদ্ধ হয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
আমেরিকার এই দুই জুটি ২০২০ সাল থেকে একে অপরের সঙ্গে থাকতে শুরু করেছেন ৷ এই সম্পর্কের পরে এলিসিয়া ও তায়া আলাদা আলাদা সন্তানের জন্ম দিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
এই মহিলারা নিজেই জানেনা যে তাঁদের বাবা সন্তানের পিতা কে? সম্প্রতি টুডে ডট কমে জানিয়েছেন ৷ এটি সুনিশ্চিত করতে সমস্ত রকমের প্রক্রিয়ায় অংশগ্রহণকরতে চেয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
যাতে জৈবিক ভাবে সন্তানদের উপরে কোনও রকমের সমস্যা না হয় ৷ কে কার জন্মদাতা বাবা তাতে সন্তানের মধ্যে কোনও পার্থক্য দেখতে পাওয়া যাবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
আট সদস্যের এই পরিবার লেবাননে, থাকে ৷ মাঝে মধ্যেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ৷ অনলাইনে ভিডিও শেয়ার করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
এই জুটি জানিয়েছে টিকটকে তাঁদের ফলোয়ার ১ লক্ষ ২০ হাজার ও ইনস্টাগ্রামে ৩০ হাজার ফলোয়ার ৷ তবুও এই চারজন শিকার করেছেন তাঁদের এই সম্পর্কের জন্য নানান ধরনের মন্তব্যের শিকার হতে হয় তাঁদের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
এই চারজনের প্রতি বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন যে তাঁরা খারাপ বাবা মা ৷
advertisement
12/12
টায়লার ও এলিসিয়া বর্তমানে দুই সন্তানের পিতামাতা ৷ এই পরিবর্তন অত্যন্ত সহজ হয়েছে ৷ এলিসিয়া ডুডে ডটকমে জানিয়েছেন তাঁদের সন্তানেরা আগে থেকেই জানতেন যে তাঁরা সিন ও তায়াকে ডেট করছিলেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Married Couple Changes Partner Every Night: বিবাহিতরা আছেন সুখেই! প্রতি রাতে বউ বদল! তোলপাড় সোশ্যাল মিডিয়ায়, চর্চা ঘরে বাইরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল