মা ভবতারিণীর শরণে মন থেকে সমস্ত ভয় কেটে যায়, নতুন করে জীবন শুরুর তুমুল শক্তি আসে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
মা স্বয়ং অন্নপূর্ণা, মায়ের স্পর্শে সংসারের দুঃখ দুর্দশা দূর হয়
advertisement
1/5

দৈনন্দিন জীবনের গ্লানি যখন মনকে ভারাক্রান্ত করে তোলে ঠিক তখনই মা ভবতারিণী জীবনকে সন্দর করে গুছিয়ে তোলেন ৷
advertisement
2/5
মা ভবতারিণীর কৃপায় জগতের মঙ্গল সাধিত হয় ৷ মা দয়াময়ী তাই মায়ের দুয়ারে এসে কেউ ফিরে খালি হাতে ফিরে যায়না কখনও ৷
advertisement
3/5
জীবনের ছোট ছোট দুঃখ যখন জীবনকে নানান দিক থেকে ঘিরে ধরে ঠিক তখনই মায়ের শক্তিই প্রতিটি অনিষ্ট থেকে সন্তানকে মুক্ত করে ৷
advertisement
4/5
জীবনকে সুন্দর করে তোলার জন্য প্রতিটি পদক্ষেপেই মা ভবতারিণীর আশীর্বাদ প্রযোজন ৷ মায়ের আশীর্বাদ মাথায় থাকলে সন্তান যে কোনও বড়সড় যুদ্ধ জয় করতে পারে
advertisement
5/5
মায়ের কৃপায় কারও অন্নের অভাব হয়না, মায়ের কৃপায় সব সময়েই দুধে ভাতে থাকে সবাই ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মা ভবতারিণীর শরণে মন থেকে সমস্ত ভয় কেটে যায়, নতুন করে জীবন শুরুর তুমুল শক্তি আসে