আজ চন্দ্রগ্রহণ, গর্ভবতী মহিলারা ভুলেও এই কাজগুলি করবে না ...
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন এই সময় গর্ভবতী মহিলাদের ঠিক কী কী করা উচিত নয়
advertisement
1/7

শুক্রবার রাত ১০টা ৩৭ নাগাদ শুরু হবে চন্দ্রগ্রহণ ৷ শেষ হবে ১১ জানুয়ারি, শনিবার রাত ২টো ৪২ মিনিটে ৷ মোট ৪ ঘণ্টা ০৫ মিনিটের জন্য থাকবে চন্দ্রগ্রহণ। এরমধ্যে মধ্যরাত ১২টা ৪০-এ সবচেয়ে বেশি সময়ের জন্য চন্দ্রগ্রহণ দেখা যাবে।
advertisement
2/7
ভারতীয় শাস্ত্র অনুযায়ি চন্দ্রহ্রহণের সময় বিভিন্ন বিকিরণ হয় যার কুপ্রভাব থেকে মহিলা ও তাঁর শিশুকে বাঁচাতে বেশ কিছু কাজ করা উচিত আবার বেশ কিছু কাজ করা উচিত নয়৷ জেনে নিন এই সময় গর্ভবতী মহিলাদের ঠিক কী কী করা উচিত নয় ৷ Photo -Collected
advertisement
3/7
এই সময় ছুরি , কাঁচি, ছুঁচ বা ধারালো কিছু ধরবেন না ৷ তাহলে সম্ভ্যবা সন্তানের ক্ষতি হতে পারে ৷ কথিত আছে এই সময় এই জিনিস গুলি ধরলে শারীরিক কোনও খুঁত নিয়ে সন্তান জন্মাতে পারে যেমন ঠোঁট কাটা ৷
advertisement
4/7
এই সময় গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বেরোন উচিত নয় ৷ কারণ বিভিন্ন ধরণের রেডিয়েশনে ক্ষতি পারে দু‘জনেরই ৷ এই সময়ে বাতাসে দূষিত কণার পরিমাণও বেড়ে যায় ৷
advertisement
5/7
যদি চন্দ্রগ্রহণের সময় কোনও খাবার খান তাহলে তাতে খানিকটা তুলসী পাতা দিয়ে নেবেন ৷
advertisement
6/7
এই সময়ে সবচেয়ে ভাল হয় যদি সন্তানসম্ভবা মহিলারা কোনওরকম খাবার না খান ৷ কারণ এই সময়ে মহিলাদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খেতে হয়৷ কিন্তু গ্রণরে সময় টুকু খাবার না খাওয়াই ভাল ৷
advertisement
7/7
তবে শাস্ত্র এত কিছু বললেও বর্তমানে বিজ্ঞান এসব কিছুই মানেনা ৷ কারণ বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন এই ধরণের গ্রহণের সময় যা বদল হয় তা অ্যাটমোসফেরিক বদল স্বাভাবিক জনজীবনকে যা সেরকমভাবে প্রভাবিত করতে পারেনা ৷