TRENDING:

আরও একবার রাহুর গ্রাসে চাঁদ! জানুন আসন্ন ‌চন্দ্রগ্রহণের মাহেন্দ্রক্ষণ কখন

Last Updated:
জানুন চন্দ্রগ্রহণের সময় ও অনান্য আনুষাঙ্গিক বিষয় সংক্রান্ত তথ্য।
advertisement
1/5
আরও একবার রাহুর গ্রাসে চাঁদ! জানুন আসন্ন ‌চন্দ্রগ্রহণের মাহেন্দ্রক্ষণ কখন
আরও একবার চন্দ্রগ্রহণ। আগামী ৫ জুলাই, রবিবার এক বিরল দৃশ্যের মুখোমুখি হতে চলেছে বিশ্ব। জানুন চন্দ্রগ্রহণের সময় ও অনান্য আনুষাঙ্গিক বিষয় সংক্রান্ত তথ্য।
advertisement
2/5
রবিবার ভারতীয় সময় অনুযায়ী, ৮টা ৩৭ মিনিট থেকে ৯টা ৫৯ মিনিট পর্যন্ত দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।
advertisement
3/5
বিজ্ঞানীরা জানিয়ে দিচ্ছেন ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। এই দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, পশ্চিম ইউরোপের একাংশের মানুষ।
advertisement
4/5
এই চন্দ্রগ্রহণটিকে বিজ্ঞানের পরিভাষায় বলে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। অর্থাৎএখানে পৃথিবীর ‘প্রচ্ছায়া’ মানে গাঢ় ছায়ার মধ্যে চাঁদ ঢুকে পড়বে না। পৃথিবীর হাল্কা ছায়া বা ‘উপচ্ছায়া’ অঞ্চলের মধ্যে দিয়েই চাঁদ ঘুরে যাবে। তাই চাঁদের খানিকটা অংশ হাল্কা ছায়া পাবে আর অল্প অন্ধকার দেখাবে।
advertisement
5/5
এই বছর প্রথম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হয়েছিল ১০ জানুয়ারি। পরের চন্দ্রগ্রহণটি হয় ৫-৬ জুন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
আরও একবার রাহুর গ্রাসে চাঁদ! জানুন আসন্ন ‌চন্দ্রগ্রহণের মাহেন্দ্রক্ষণ কখন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল