TRENDING:

কী ভাগ্য! ৮ কোটি টাকার লটারি জিতলেন! তাও দ্বিতীয়বার...! কিন্তু বিজেতার খোঁজ নেই কেন?

Last Updated:
Lottery Luck: কী করলে জিততে পারবেন ৮ কোটি টাকার লটারি? শিখে নিন এই বিজেতার থেকে। জানলে আপনিও পাবেন।
advertisement
1/10
কী ভাগ্য! ৮ কোটি টাকার লটারি জিতলেন! তাও দ্বিতীয়বার...! কিন্তু বিজেতার খোঁজ নেই কেন?
ভাগ্য যদি সহায় হয়, তবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে—এ কথা আজ আরও একবার প্রমাণিত। কেউ যদি দু’বার কোটি টাকার লটারি জেতে, বুঝতে হবে তাঁর ভাগ্য নিঃসন্দেহে ঈর্ষণীয়। ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি পল জোসে মাভেলি হলেন এমনই এক ভাগ্যবান। তিনি সম্প্রতি আবারও জিতেছেন দুবাই ডিউটি ফ্রি লটারি, তাও দ্বিতীয়বারের মতো। (Photo: Representative Image, generated by AI)
advertisement
2/10
ভারতীয় বংশোদ্ভূত পল জিতলেন দ্বিতীয়বার দুবাইয়ের বাসিন্দা, কেরল-উৎপত্তি ৬০ বছরের পল জোসে মাভেলি গত ৩৮ বছর ধরে দুবাইতে বসবাস করছেন। এবার তিনি মিলেনিয়াম মিলিয়নেয়ার সিরিজ ৫০৩ নম্বরের টিকিট কিনে আবারও জিতেছেন ১০ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ৮ কোটি টাকা! (Photo: Representative Image, generated by AI)
advertisement
3/10
টিকিট নম্বর ছিল ৩৫৩২, যেটি তিনি কিনেছিলেন অনলাইনে ১৯ মে। আগেও ২০১৬ সালের নভেম্বরে তিনি একই পুরস্কার জিতেছিলেন। ফলে তিনি হলেন এমন ১১তম ব্যক্তি যিনি দু’বার এই লটারি জিতেছেন। (Photo: Representative Image, generated by AI)
advertisement
4/10
বন্ধুদের সঙ্গে মিলে টিকিট কেনেন তিনি । জানা গিয়েছে, ২০১৬ সালে তিনি নয়জন বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনেছিলেন এবং এবার ১৭ জন বন্ধুর সঙ্গে। সেবার যেমন সবার মধ্যে টাকা ভাগ করে দিয়েছিলেন, এবারও তাই করবেন। (Photo: Representative Image, generated by AI)
advertisement
5/10
তাঁদের এই বন্ধুবান্ধবদের দল ১৯৯৯ সাল থেকে দুবাইয়ের লটারি কিনছেন। কখনও একজনের নামে, কখনও অন্যজনের নামে টিকিট কেনা হয়। পেশায় পল এক কনস্ট্রাকশন কোম্পানির সাইট সুপারভাইজার। (Photo: Representative Image, generated by AI)
advertisement
6/10
তাঁর রয়েছে দুই সন্তান। পাকিস্তানি বংশোদ্ভূত কিরণ বতুলও বিজেতা, কিন্তু… অন্যদিকে, সৌদি আরবে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত কিরণ বতুলও মিলিয়ন ডলারের এই লটারি জিতেছেন। (Photo: Representative Image, generated by AI)
advertisement
7/10
তিনি সিরিজ ৫০২ নম্বরের টিকিট কিনেছিলেন, যার নম্বর ছিল ২২৫২। ৫ মে তিনি অনলাইনে টিকিটটি কেনেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। (Photo: Representative Image, generated by AI)
advertisement
8/10
Dubai Duty Free জানায়, কিরণ বতুল হলেন ২৭তম পাকিস্তানি বংশোদ্ভূত যিনি এই লটারি জিতেছেন, কিন্তু সম্ভবত তিনি নিজেই জানেন না যে তিনি লটারি জিতেছেন! (Photo: Representative Image, generated by AI)
advertisement
9/10
প্রথম বারে বাজি ধরে গাড়ি জিতে নিলেন জার্মানির মার্টিন! জার্মানির মার্টিন রেটিক নামের ৩০ বছরের এক ব্যক্তি প্রথমবার লটারিতে অংশ নিয়েই জিতে নেন একটি BMW 740i M Sport গাড়ি! (Photo: Representative Image, generated by AI)
advertisement
10/10
দ্বিতীয় বিজেতা ফাতুল্লাহ মোস্তাফা মুক্তার, যিনি জিতেছেন BMW F 900 XR বাইক। বিজয়ীদের আনন্দ যে সীমাহীন, তা আর বলার অপেক্ষা রাখে না! (Photo: Representative Image, generated by AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কী ভাগ্য! ৮ কোটি টাকার লটারি জিতলেন! তাও দ্বিতীয়বার...! কিন্তু বিজেতার খোঁজ নেই কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল