TRENDING:

রথে মাত্র একবার জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার দর্শনে সাত জন্মের পুণ্য একসঙ্গে সঞ্চিত

Last Updated:
জগন্নাথদেবের আশীর্বাদে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় মুহূর্তেই
advertisement
1/6
রথে মাত্র একবার জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার দর্শনে সাত জন্মের পুণ্য একসঙ্গে সঞ্চিত
এই বছর অর্থাৎ ২০২০ সালের রথযাত্রা ২৩ জুন পড়েছে ৷ বাঙালির কাছে রথযাত্রা এক বিশেষ গুরুত্ব রয়েছে ৷
advertisement
2/6
বর্তমানে করোনা ভাইরাসের দাপটে সারা বিশ্ব কাহিল ৷ লকডাউনে বিশ্বের বেশিরভাগ দেশ ৷ ভারতেও লকডাউন আগামী ৩ মে ২০২০ পর্যন্ত ৷
advertisement
3/6
বাইরে ঘোরাঘুরি, অবাঞ্ছিত কারণে বেরনো ৷ এক্কেবারে নিষিদ্ধ তবেই সঙ্কটের হাত থেকে তাড়াতাড়ি বেরতে পারবে সবাই ৷ জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার আশীর্বাদে সমস্ত সঙ্কট পার হয়ে জীবন যেন এক আলাদা মাত্রায় পৌঁছয় ৷
advertisement
4/6
ভগবান জগন্নাথ হলেন স্বয়ং নারায়ণের অন্যতম রূপ ৷ তিনিই সৃষ্টিকর্তা ৷ তিনিই অন্নদাতা ৷
advertisement
5/6
পুরীতে জগন্নাথদেবের বাস ৷ তিনিই সমস্ত রকমের দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা দেন . এমন বাঙালি নেই যিনি একবারও পুরীর জগন্নাথ ধাম দর্শন করেন ৷ করোনা ভাইরাসের কারণে পুরীর মন্দির দর্শন বন্ধ রয়েছে ৷ আবার সব কিছু স্বাভাবিক হলেই পুরীতে আবার ভক্ত সমাগম হবে ৷
advertisement
6/6
ভগবান জগন্নাথ এক চূড়ান্ত শক্তির অন্যতম নাম ৷ তিনি জীবনের সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ান অত্যন্ত সহজেই ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রথে মাত্র একবার জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার দর্শনে সাত জন্মের পুণ্য একসঙ্গে সঞ্চিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল