TRENDING:

প্রতি রবিবার সন্ধ্যায় এই স্থানে প্রদীপ জ্বালান, অভাব হবে না, টাকা আসবে ঝড়ের গতিতে

Last Updated:
জেনে নেওয়া যাক রবিবার ঠিক কী করতে হবে
advertisement
1/9
রবিবার সন্ধ্যায় এই স্থানে প্রদীপ জ্বালান, অভাব হবে না, টাকা আসবে ঝড়ের গতিতে
হিন্দুধর্ম অনুযায়ী প্রতিটি বারই খুব গুরুত্বপূর্ণ ৷ প্রতিটি বারেরই বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে ৷ তবে রবিবারটি নিয়ে কিন্তু আমরা অতোটা চিন্তা-ভাবনা করি না ৷ ছুটির দিন হওয়ায়, চুটিয়ে মজা করেই কাটিয়ে দেন অধিকাংশ মানুষ ৷
advertisement
2/9
রবিবার অশ্বথ গাছের পুজো করলে সব দুঃখ-কষ্ট দূর হবে ৷ একটি চতুর্মুখী প্রদীপ নিয়ে অশ্বথ গাছের চারপাশে ঠিক সাতবার পরিক্রমা করুন ৷ এরপর প্রদীপটি গাছের নীচে রেখে, আপনি আপনার মনস্কামনা জানান ৷ তা পূরণ হবেই ৷
advertisement
3/9
রবিবার সূর্যদেবের থেকে আর্শীবাদ পাওয়ার সঙ্গে অশ্বথ গাছেরও আরাধনা করা প্রয়োজন ৷ এমনটাই বলা রয়েছে হিন্দুশাস্ত্রে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
4/9
নিয়ম করে চারটি রবিবার পালন করতে হবে ৷ আর এতেই দারুণ ফল পাবেন ৷ আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বাড়তে ৷ আসবে ধন-সম্পত্তি ৷
advertisement
5/9
জীবনে অনেক সময়ই কঠির বাধা আসে ৷ কিন্তু তাও কাটিয়ে ওঠা সম্ভব হয় ৷ এবার জেনে নেওয়া যাক রবিবার ঠিক কী করতে হবে
advertisement
6/9
কিন্তু স্বাস্থ্যবিদদের মতে প্রতি রবিবার সূর্যদেবের পুজো করলে সংসারের যাবতীয় নেগেটিভ চিন্তা ভাবনা দূর হয়ে যায় তবে এই সূর্য পুজো করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে- প্রতি রবিবার স্নানের পরে সেই ভিজে কাপড়ে জল নিয়ে সূর্যদেবের আরাধনা করতে হয়।
advertisement
7/9
গায়ত্রী মন্ত্র জপ করতে হয় অনেকে আবার উঠোনের মধ্যে বিভিন্ন ভাবে জোগাড় করে তবে সূর্য মন্ত্র পাঠ করে সূর্যদেবের আরাধনা করেন যদিও খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম নেই।
advertisement
8/9
তবে সংসারের গৃহিনী যিনি সূর্যদেবের আরাধনা করছেন তাঁর এই দিনটিতে সিদ্ধ ভাত খাওয়াই উচিত।
advertisement
9/9
কিন্তু হিন্দু শাস্ত্র মতে রবিবারেরও রয়েছে অপরিসীম গুরুত্ব ৷ রবিবারকে ভগেবান সূর্য বা সূর্যদেবের দিন বলা হয় ৷ রবিবার এমন কিছু ছোট কাজ রয়েছেন যা করলে আপনার জীবন বদলে যেতে পারে ৷ সুখ-শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠতে পারে আপনার জীবন ও সংসার ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
প্রতি রবিবার সন্ধ্যায় এই স্থানে প্রদীপ জ্বালান, অভাব হবে না, টাকা আসবে ঝড়ের গতিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল