TRENDING:

Kuldhara | The Ghost Village: গ্রামে ঘুরছে অতৃপ্ত মেয়ের আত্মা! ৩০০ বছর ধরে গ্রাম ছাড়া মানুষ! দিনে দুপুরে ভূতের দেখা মেলে এখানে!

Last Updated:
Kuldhara | The Ghost Village: দিনে দুপুরে ভূতের সঙ্গে দেখা করতে চান? তা হলে যেতে হবে এই গ্রামে ! ৩০০ বছর ধরে এখানে মানুষ নয়, থাকে ভূতেরাই!
advertisement
1/5
গ্রামে ঘুরছে অতৃপ্ত মেয়ের আত্মা! ৩০০ বছর ধরে এই গ্রামে ভূতেদের বাস!
জয়সলমীর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম। রাজস্থানের এই গ্রামে ৩০০ বছর ধরে কোনও মানুষ থাকেন না। এই গ্রামে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মা! দিনে দুপুরে সেই ভূত দেখতে পান মানুষজন। photo source collected
advertisement
2/5
গ্রামটির নাম কুলধারা। আশ-পাশের গ্রামের মানুষরা বলেন, এই গ্রামে শুধু ভূত থাকে। তাই বিঘার বিঘা খালি জমি, বাড়ি পড়ে থাকতেও কেউ ওখানে থাকতে যান না। photo source collected
advertisement
3/5
শোনা যায় এক সময় এই গ্রামে ব্রাহ্মণেরা থাকতেন। সে সময় জয়সলমীরের প্রধানমন্ত্রী সালিম সিংহের নজর পড়ে গ্রাম প্রধানের মেয়ের ওপর। ওই মেয়েকে বিয়ে করতে চান সালিম। photo source collected
advertisement
4/5
কিন্তু মেয়েকে সালিমের হাতে তুলে দিতে চাননি গোটা গ্রামের মানুষ। তাঁরা নাকি সে সময় গ্রাম প্রধানের মেয়েকে খুন করে পালিয়ে যান গ্রাম ছেড়ে। এর পর থেকে আর কেউ থাকেননি এই গ্রামে। যদিও এই প্রচলিত কথার সঙ্গে সঙ্গে এও শোনা যায়, রাজস্ব বেড়ে যাওয়ায় গ্রাম ছেড়েছিলেন সে সময় সকলে। photo source collected
advertisement
5/5
এই গ্রামে নাকি আজও গ্রাম প্রধানের মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। এমনটাই মনে করেন অন্য গ্রামের মানুষেরা। যদিও এই গ্রামকে এখন সংরক্ষণ করা হয়েছে। ট্যুরিস্টরা এই গ্রামে ঘুরতে যেতে পারেন। কিন্তু এখানে থাকার ব্যবস্থা নেই। তবে সন্ধ্যের আগেই সকলকে ফিরে যেতে হয় গ্রাম থেকে। এখানে ভূতের বাস। একথা অনেকেই মনে করেন। photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Kuldhara | The Ghost Village: গ্রামে ঘুরছে অতৃপ্ত মেয়ের আত্মা! ৩০০ বছর ধরে গ্রাম ছাড়া মানুষ! দিনে দুপুরে ভূতের দেখা মেলে এখানে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল