TRENDING:

Knowledge Story: ওয়ালেট আর পার্স কি একই জিনিস...? দুইয়ের ফারাক কী? আবার বলার আগে জানুন 'সত্যি'! চমকে যাবেন, গ্যারান্টি

Last Updated:
Knowledge Story: আজকাল প্রায়ই এই দুই শব্দ আমাদের কানে আসে। টাকা রাখার সময় অনেকেই কখনও বলেন ওয়ালেটে রেখেছেন, কখনও বলেন পার্স-এ। কিন্তু এই দুই জিনিস একেবারেই এক নয়? না হলে পার্থক্যই বা কী? আর ২টোর প্রয়োজনই বা কোথায়? আজ এই প্রতিবেদনে জানুন আসল সত্যিটা।
advertisement
1/11
ওয়ালেট আর পার্স কি একই জিনিস...? দুইয়ের ফারাক কী? আবার বলার আগে জানুন 'সত্যি'!
আজকাল প্রায়ই এই দুই শব্দ আমাদের কানে আসে। টাকা রাখার সময় অনেকেই কখনও বলেন ওয়ালেটে রেখেছেন, কখনও বলেন পার্স-এ। কিন্তু এই দুই জিনিস একেবারেই এক নয়? না হলে পার্থক্যই বা কী? আর ২টোর প্রয়োজনই বা কোথায়? আজ এই প্রতিবেদনে জানুন আসল সত্যিটা।
advertisement
2/11
বলুন তো ওয়ালেট আর পার্স কি এক?প্রাত্যহিক প্রয়োজনের টাকাকড়ি রাখার জন্য অনেকেই ওয়ালেট ব্যবহার করেন। কেউ বলেন পার্স-এ টাকা রেখেছেন। ওয়ালেট আর পার্স একই মনে করেন অনেকে। কিন্তু এদের বিস্তর ফারাক রয়েছে।
advertisement
3/11
সাধারণ জ্ঞান এক মজাদার তথ্য ভাণ্ডার। আমাদের জীবন আর যাপনের সঙ্গে জুড়ে থাকা একাধিক বিষয় যেমন এর পরিসরে ঢুকে পড়েছে তেমনই আবার জ্ঞান-বিজ্ঞান-ইতিহাস-ভাষা-দেশ সব কিছু সংক্রান্ত অজানা নানা বিষয়েরই আশ্চর্য এক খনি এই জিকে অর্থাৎ জেনারেল নলেজ।
advertisement
4/11
এমনই এক সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর আজ খুঁজবো আমরা যা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সেটা হল এই যে আমরা বার বার টাকা পয়সা রাখতে ছোট ধরণের ব্যাগ ব্যবহার করি সেগুলিকে কেন কখনও পার্স আর কখনও ওয়ালেট বলা হয়?
advertisement
5/11
বস্তুত ওয়ালেটে টাকা রাখা যায়। ডেবিট বা ক্রেডিট কার্ড রাখা যায়। কিছু কাগজপত্রও রাখা যায়। ওয়ালেট আর মানিব্যাগ একই। যা পকেটে রাখা যেতে পারে। তা পকেটে ঢুকেও যায়। তবে টাকা, কার্ড বা খুব বেশি হলে কাগজপত্রের বেশি কিছু রাখা যায় না এই ছোট ব্যাগে।
advertisement
6/11
অন্যদিকে পার্স কিন্তু একদম আলাদা জিনিস। সাধারণত পার্স ওয়ালেটের চেয়ে অনেক বড় হয়। পার্স-এও টাকা রাখা যায়। কার্ড রাখা যায়। টুকটাক কাগজপত্র রাখা যায়। তবে তার সঙ্গে প্রয়োজনীয় আরও অনেক কিছুই রাখা যায়।
advertisement
7/11
আসলে পার্স হল সেই ব্যাগ যাতে মহিলারা তাদের ব্যক্তিগত প্রয়োজনের জিনিস, বাড়ির চাবি, মোবাইল ফোন সহ নানা জিনিস রাখতে পারেন। সাধারণভাবে ওয়ালেট পুরুষরা ব্যবহার করে থাকেন। ছোট আকারের হওয়ায় তা সহজেই প্যান্টের হিপ পকেটে ধরে যায়।
advertisement
8/11
অন্যদিকে পার্স মহিলারাই প্রধানত ব্যবহার করেন। পার্সগুলিতে অনেক জিনিস ধরে। এগুলি আকারে ওয়ালেটের চেয়ে বড় হয়। মহিলারা অনেক প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে পছন্দ করেন। তাই তাঁদের পার্স প্রায় সবসময়ই লাগে।
advertisement
9/11
পার্স অনেক বেশি প্রয়োজনও মেটায়। তাই সহজ কথায় ওয়ালেট আর পার্স এক জিনিস নয়। বিস্তর ফারাক রয়েছে তাদের মধ্যে। ওয়ালেট বললে মানিব্যাগের সঙ্গে তুলনীয়। কিন্তু পার্স-এর সঙ্গে একেবারেই নয়।
advertisement
10/11
একটি ওয়ালেট সাধারণত একটি ছোট ফ্ল্যাট কেস যা টাকা, ক্রেডিট কার্ড, আইডি বা আপনার চাকরির পাস এবং ড্রাইভারের লাইসেন্স রাখার জন্য তৈরি করা হয়।
advertisement
11/11
অন্যদিকে, পার্সে টাকা রাখা ছাড়াও আরও কিছু জিনিস থাকে, যেমন আপনার বাড়ির চাবি, স্মার্ট ফোন, মহিলার ব্যক্তিগত জিনিস, জল সংক্রান্ত একটি বোতল ইত্যাদি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ওয়ালেট আর পার্স কি একই জিনিস...? দুইয়ের ফারাক কী? আবার বলার আগে জানুন 'সত্যি'! চমকে যাবেন, গ্যারান্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল