TRENDING:

রাত পোহালেই জন্মাষ্টমী, জেনে নিন গুপ্ত প্রেস ও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজোর সময় ও নির্ঘণ্ট

Last Updated:
advertisement
1/7
রাত পোহালেই জন্মাষ্টমী, জেনে নিন গুপ্ত প্রেস ও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজোর সময়
• কালই জন্মাষ্টমী ৷ আমাদের আদরের গোপালের জন্মদিন ৷ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছিল মাতা দেবকীর গর্ভে ৷ ধর্মপ্রাণ হিন্দুদের ঘরে ঘরে চলছে এই দিন গোপাল পুজোর আয়োজন হয় ৷ দুধ-ঘি-মধুতে স্নান সেরে নতুন জামা, গয়না পরে, ফুল-চন্দন-আতরে আজ সেজে ওঠেন গোবর্ধনধারী ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
2/7
• জন্মাষ্টমীর পুজো শুরু হবে অষ্টমী লাগার পর ৷ এ বছর দু’টি আলাদা আলাদা দিনে পড়েছে জন্মাষ্টমী ৷ ইংরাজির ২৩ ও ২৪ অগস্ট দু’দিনই অষ্টমী থাকছে, ফলে পুজোও দু’দিন করা সম্ভব ৷ তবে সর্বসম্মতকরণে ২৩ তারিখ, শুক্রবারই জন্মষ্টমী পালিত হওয়ার কথা ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/7
• এবার দেখে নেওয়া যাক, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস অনুযায়ী পুজোর সময়সূচী ও নির্ঘণ্ট ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/7
• গুপ্তপ্রেস পঞ্জিকা মতে: অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বাংলা তারিখ: ৪ ভাদ্র ১৪২৬, বৃহস্পতিবার। ইং তারিখ: ২২/০৮/২০১৯। সময়: রাত্রি ৩টে ২৭ মিনিট থেকে। অষ্টমী তিথি শেষ: বাংলা তারিখ: ৫ ভাদ্র ১৪২৬, শুক্রবার ৷ ইং তারিখঃ- ২৩/০৮/২০১৯। সময়: রাত্রি সাড়ে ৩টে পর্যন্ত। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/7
• শ্রীশ্রীকৃষ্ণজন্মাষ্টমীব্রতম: বাংলা তারিখ: ৫ ভাদ্র ১৪২৬, শুক্রবার। ইং তারিখ: ২৩/০৮/২০১৯। নিশীথকাল রাত্রি ১১টা ৩৯ মিনিটের পরে রাত্রি ১২টা ২৭ মিনিটের মধ্যে শ্রীশ্রীকৃষ্ণদেবাবির্ভাব। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/7
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে: অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বাংলা তারিখ: ৬ ভাদ্র ১৪২৬, শুক্রবার। ইং তারিখ: ২৩/০৮/২০১৯। সময়: সকাল ৮টা ৯ মিনিট থেকে। অষ্টমী তিথি শেষ: বাংলা তারিখ: ৭ ভাদ্র ১৪২৬, শনিবার। ইং তারিখ: ২৪/০৮/২০১৯। সময়: সকাল ৮টা ৩২ মিনিট পর্যন্ত। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
7/7
• শ্রীশ্রীকৃষ্ণজন্মাষ্টমীব্রতম: বাংলা তারিখ: ৭ ভাদ্র ১৪২৬, শনিবার। ইং তারিখ: ২৪/০৮/২০১৯। নিশীথকাল রাত্রি সওয়া ১১টার পরে রাত্রি ১২টা ০৩ মিনিটের মধ্যে শ্রীশ্রীকৃষ্ণদেবাবির্ভাব। ছবি: পিক্স্যাবে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রাত পোহালেই জন্মাষ্টমী, জেনে নিন গুপ্ত প্রেস ও বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজোর সময় ও নির্ঘণ্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল