King Cobra: লম্বায় ১০ ফুট...! গরুমারার রিসর্টে হঠাৎ হাজির কিং কোবরা! দেখেই চক্ষুচড়কগাছ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
King Cobra: মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার একটি বেসরকারি রিসর্ট থেকে প্রায় ১০ ফুট লম্বা কিং কোবরাটিকে উদ্ধার করা হয়।
advertisement
1/6

মেটেলি: বেসরকারি রিসর্ট থেকে উদ্ধার হল বিশালাকার কিং কোবরা। ঘটনায় চাঞ্চল্য গরুমারা সংলগ্ন এলাকার ওই পর্যটন এলাকায়। প্রতীকী ছবি
advertisement
2/6
জানা যায়, মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার একটি বেসরকারি রিসর্ট থেকে প্রায় ১০ ফুট লম্বা কিং কোবরাটিকে উদ্ধার করা হয়। প্রতিবেদন : রকি চৌধুরী
advertisement
3/6
এদিন রিসর্টের কর্মীরা কিং কোবরাটিকে আচমকা রিসর্টের ভিতরে ঘোরাফেরা করতে দেখেন। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় বনকর্মী ও পরিবেশপ্রেমীদের।
advertisement
4/6
এরপরেই ছুটে আসেন বন দফতরের কর্মীরা। প্রতিবেদন : রকি চৌধুরী, প্রতীকী ছবি
advertisement
5/6
বন দফতরের সাহায্যে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। প্রতিবেদন : রকি চৌধুরী, প্রতীকী ছবি
advertisement
6/6
উল্লেখ্য, ওই রেসর্টের পাশেই আছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিং কোবরাটি রিসর্টে এসেছে বলে সকলের ধারণা। প্রতিবেদন : রকি চৌধুরী, প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
King Cobra: লম্বায় ১০ ফুট...! গরুমারার রিসর্টে হঠাৎ হাজির কিং কোবরা! দেখেই চক্ষুচড়কগাছ